টপিকঃ নতুন ফোল্ডার কিভাবে বানাবো?

আমি উইন্ডোজ এক্সপি ব্যবহার করি। মাউস দিয়ে নতুন ফোল্ডার করতে পারি। right key-> new->folder->enter হয়ে গেল নতুন ফোল্ডার। কিন্তু কী বোর্ডের সাহায্যে কিভাবে করা যায় ?

Re: নতুন ফোল্ডার কিভাবে বানাবো?

পদ্ধতি একঃ
ডেস্কটপ বাদে যেকোন ফোল্ডারে ঢুকে Alt > F > W > F পরপর চাপুন, (একসাথে নয়।)
পদ্ধতি দুইঃ
কীবোর্ডের রাইট ক্লিক বাটন (ডান পাশের ctrl এর বাঁপাশেরটা) চাপুন, তারপর new > folder. এন্টার দিন।

আপনি জোক্স করলেন, আমি সিরিয়াস মুডে উত্তর দিলাম।
মিয়া ৮৬ ডা পোস্ট করছেন, আর কেমতে ফোল্ডার বানায় জানেন না, মশকরা করেন?

Gentlemen, you can't fight in here, this is the war room!

Re: নতুন ফোল্ডার কিভাবে বানাবো?

আসলে উনি জানেন না নাকি মশকরা বুঝতে পারছি না।

এই গরমে স্বাক্ষর আর কি দিমু........

Re: নতুন ফোল্ডার কিভাবে বানাবো?

পদ্ধতি তিনঃ
উইন্ডোজ কী + R চাপুন। CMD লিখে এন্টার প্রেস করুন, কমান্ড প্রম্ট চালু হবে। আপনি যে ডিরেক্টরী তে ফোল্ডার তৈরী করতে চান, কমান্ড প্রম্ট থেকে সেই ডিরেক্টরী তে যান। mkdir লিখে একটা স্পেস দিয়ে আপনার কাংখিত ফোল্ডারের নাম লিখুন। এন্টার প্রেস করুন। ফোল্ডারের নামের মাঝে স্পেস থাকলে নামটা ডাবল কোট করে দিন।
যেমনঃ
d:\Concentration>mkdir "Temporary Less"

এটা লিখলে d:\Concentration ডিরেক্টরীতে Temporary Less নামের একটা ফোল্ডার তৈরি হবে।

এখন নিশ্চয় বলবেননা যে কমান্ড প্রম্ট কিভাবে ব্যবহার করে... tongue

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত

Re: নতুন ফোল্ডার কিভাবে বানাবো?

Xp-তে কি Ctrl+Shift+N কাজ করে না? 7-এ তো করে। আমি জানি না, তাই প্রশ্ন করলাম।

আমি বাংলায় ভালোবাসি
আমি বাংলাকে ভালোবাসি

Re: নতুন ফোল্ডার কিভাবে বানাবো?