Re: প্রজেক্ট ৩৬৫
আমারো প্রশ্ন ঐটাই ! এই টপিক কি সবার ৩৬৫ প্রজেক্ট এর জন্য নাকি আমাদের নিজেদের প্রজেক্ট নিয়ে আলাদা টপিক ?
একলা থাকার খুব দুপুরে...
একটি ঘুঘু ডাকুক !
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » প্রজেক্ট ৩৬৫
আমারো প্রশ্ন ঐটাই ! এই টপিক কি সবার ৩৬৫ প্রজেক্ট এর জন্য নাকি আমাদের নিজেদের প্রজেক্ট নিয়ে আলাদা টপিক ?
আমার আগেরগুলো তাহলে পোস্ট করে দেই
Happy Couple (1/365) by HasinHayder, on Flickr
lonesome reader.... (2/365) by HasinHayder, on Flickr
Strafe the Transformer (3/365) by HasinHayder, on Flickr
Cactus (4/365) by HasinHayder, on Flickr
আমার ক্যামেরা নাই, আমি কি করবো?
মোবাইল ক্যামেরার কাজ হবে?
আমার মনে হয় এই থ্রেডে যারা যারা আসলেই প্রজেক্ট ৩৬৫ শুরু করতে ইচ্ছুক তারা সবাই তাদের ছবি পোস্ট করতে পারে। আর তারপরে আমরা সবার ছবি ক্রিটিসাইজ করতে পারব।
ক্যামেরা কোন ব্যপার না, যেকোন ক্যামেরাতেই কাজ হবে। দরকার ডিভোশন
এইটা মনে হয় অনেকে পড়েন নাই==>
আমি আর হাসিন ভাই নিজেদের ফটোগ্রাফি'র চর্চাকে একটু গতি দিতে একটা প্রজেক্ট শুরু করেছি যার নাম 'প্রজেক্ট ৩৬৫'। এটার উদ্দেশ্য হল প্রতিদিন কমপক্ষে একটি ফটো তোলা এবং পাবলিশ করা।
এইটা মনে হয় অনেকে পড়েন নাই==>
আমি আর হাসিন ভাই নিজেদের ফটোগ্রাফি'র চর্চাকে একটু গতি দিতে একটা প্রজেক্ট শুরু করেছি যার নাম 'প্রজেক্ট ৩৬৫'। এটার উদ্দেশ্য হল প্রতিদিন কমপক্ষে একটি ফটো তোলা এবং পাবলিশ করা।
আমরা শুরু করেছি - তার মানে কিন্তু এই নয় যে এইটা শুধু আমাদের মাঝেই লিমিটেড অথবা একমাত্র আমরাই এই থ্রেডে অংশ নিব - এটা সবার জন্যই। আমরা জাস্ট শুরু করলাম আরকি।
ভাবতেছি শুরু করব কিনা। সমস্যা হল ডিএসএলআর নাই সেমি এসএলআর আছে। তবে ভাল ছবি তুলতে পারি না। আর প্রতিদিন ক্যামেরা বয়ে নিয়ে বাইরে যাওয়াও অসম্ভব। সেক্ষেত্রে মোবাইলে তোলা যায়। কিন্তু ২.০ মে.পি. এ যে ছবি আসে সেটা দিতেই ইচ্ছা করবে না
আমি কি করব এখনো ভাবতেছি ...ভাবতে ভাবতে আমার যে পিচ্চি ক্যামেরা টা আছে সেটা নিয়ে বাইরে যাচ্ছি( ছাদে)
কোডার ভাইয়ের সাদামাটা ছবিটা কারও ভাল লাগল না কেন বুঝলাম না। আমার কাছে দারুণ লেগেছে।
সাথে হাসিন ভাইয়ের প্রথম ছবিটা এবং সাথে Strafe the Transformer (3/365) এটাও দারুণ লেগেছে।
হাসিন ভাইকে আমাদের মাঝে পেয়ে দারুণ খুশি লাগছে।
ভাল উদ্যোগ। একটি ডিএসএলআরের অভাব অনুভব করছি।
যারা ক্যামেরার জন্য হা-পিত্যেস করছেন তারা শুধু শুধু নিজেদের ক্ষমতাকে অপমান করছেন। আমি কয়েকজনকে দেখেছি মোবাইল দিয়েও চমৎকার ছবি তুলেছেন। আসলে অনেক ধরণের ছবি তোলা যায়।
আমার আরেকটি টপিক এর ছবিগুলোর জন্য হয়তো শার্পনেস একটু গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় একটা ছবিতে স্টোরি থাকে। সেখানে দেখা যায় লো-রেজুলেশনের, শার্পনেস নাই এরকম ছবিও অনেক কিছু বোঝায়। তখন ছবিটি কত বড় সেটা মূখ্য নয়। হাসিন ভাইয়ের ৫ / ৩৬৫ বা আমার দেয়া ছবিটি কিন্তু যে কোন ক্যামেরা দিয়েই তোলা যাবে।
ভাবতেছি শুরু করব কিনা। সমস্যা হল ডিএসএলআর নাই সেমি এসএলআর আছে। তবে ভাল ছবি তুলতে পারি না। আর প্রতিদিন ক্যামেরা বয়ে নিয়ে বাইরে যাওয়াও অসম্ভব। সেক্ষেত্রে মোবাইলে তোলা যায়। কিন্তু ২.০ মে.পি. এ যে ছবি আসে সেটা দিতেই ইচ্ছা করবে না
সেদিন ফিরে এসে ঘরের কোন জিনিসের ছবি তুলবেন। নিজের ঘরকেই অন্যভাবে দেখুন। দেখবেন সেখানেই অনেক ছবি।
মে পি এর উত্তর তো আগেই দিলাম।
আমি কি করব এখনো ভাবতেছি ...ভাবতে ভাবতে আমার যে পিচ্চি ক্যামেরা টা আছে সেটা নিয়ে বাইরে যাচ্ছি( ছাদে)
তাহলে ছবিটি দিয়ে দিন
কোডার ভাইয়ের সাদামাটা ছবিটা কারও ভাল লাগল না কেন বুঝলাম না। আমার কাছে দারুণ লেগেছে।
![]()
![]()
সাথে হাসিন ভাইয়ের প্রথম ছবিটা এবং সাথে Strafe the Transformer (3/365) এটাও দারুণ লেগেছে।
হাসিন ভাইকে আমাদের মাঝে পেয়ে দারুণ খুশি লাগছে।![]()
![]()
ধন্যবাদ
ভাল উদ্যোগ। একটি ডিএসএলআরের অভাব অনুভব করছি।
যে কোন ক্যামেরা দিয়েই শুরু করুন।
আসলে আমরা আগে ভাবিনি অন্য কেউ আগ্রহী হবে। আপনারা কেউ যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে ছবি দিতে পারেন এই থ্রেডেই। একেবারে নিয়মিত ৫-৭ জন পাওয়া গেলে আমরা প্রতিদিনের জন্য একটা আলাদা থ্রেড খুলতে পারব এবং সেখানে আমরা প্রতিদিনের ছবি নিয়ে আলোচনা করতে পারব। কিন্তু সেটা মাস খানেক পরে ; তখন প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে।
একটি ছোট্ট প্রশ্ন আছে আমার। যেদিন যে ছবিটি তোলা হবে, সেদিন সেই ছবিটিই পোষ্ট করতে হবে? যেমন এমনও হতে পারে, আমি তিনদিনে তিনটি ছবি তুললাম, কিন্তু এখানে ওলট-পালট করে দিলাম। আবার এমনও হতে পারে, কোন কারণে আসতে পারলাম না। সেক্ষেত্রে তিনদিনের ছবি একসাথে নাম্বার দিয়ে এখানে পোষ্ট করলাম? এতে কোন বাধা আছে?
একটি ছোট্ট প্রশ্ন আছে আমার।
যেদিন যে ছবিটি তোলা হবে, সেদিন সেই ছবিটিই পোষ্ট করতে হবে? যেমন এমনও হতে পারে, আমি তিনদিনে তিনটি ছবি তুললাম, কিন্তু এখানে ওলট-পালট করে দিলাম। আবার এমনও হতে পারে, কোন কারণে আসতে পারলাম না। সেক্ষেত্রে তিনদিনের ছবি একসাথে নাম্বার দিয়ে এখানে পোষ্ট করলাম? এতে কোন বাধা আছে?
আপনি তিনদিন পর ছবি দিতে পারেন যদি এমন হয় যে আপনার পক্ষে ছবি আপলোড করা সম্ভব ছিল না; যেমন ইন্টারনেট নেই। কিন্তু তখন আপনাকে সেই সিরিয়াল মেনেই ছবি দিতে হবে। যেদিন যে ছবিটি তুলেছেন, সেটা সেদিনের ছবি হিসেবেই দিবেন; অন্য দিনের সাথে উল্টা-পাল্টা করে নয়।
আপনি তিনদিন পর ছবি দিতে পারেন যদি এমন হয় যে আপনার পক্ষে ছবি আপলোড করা সম্ভব ছিল না; যেমন ইন্টারনেট নেই। কিন্তু তখন আপনাকে সেই সিরিয়াল মেনেই ছবি দিতে হবে। যেদিন যে ছবিটি তুলেছেন, সেটা সেদিনের ছবি হিসেবেই দিবেন; অন্য দিনের সাথে উল্টা-পাল্টা করে নয়।
থ্যাংকস আ লট, কোডার ভ্রাতা! আমি মূলতঃ এটাই বুঝাতে চেয়েছিলাম। কিন্তু কথায় গোলমাল লাগিয়ে ফেলেছিলাম।
ওকে, ব্যাপারটা এখন ক্লিয়ার। আবারও থ্যাংকস।
ভালা প্রজেক্ট
কথা হল, মুনাপু এন্টাসিডের বোতলটা চিনল কিভাবে? এন্টাসিডের বোতলটা আমি আনিয়েছিলাম
আমি যে অলস। এরকম প্রযেক্টে অংশগ্রহন করলে হয়ত কোন ক্রন বা শিডিউল্ড টা্স্ক লিখে প্রতিদিন একবার ওয়েব ক্যামে ছবি তুলব। এটাও খারাপ না। ১ বছর পর একটা গল্প হয়ে যাবে।
আজকালকার ক্যামেরার ডেফিনিশন বদলে গেছে।
ক্যামেরার শুরু ডিএসএলআর দিয়ে।
তাই সাধারণ ক্যামেরা দিয়ে ছবি তুললে সবাই বলে "এটা কোন ক্যামেরা?"। ভাবটা এমন যে, "ডিএসএলআর দিয়ে তুললে তো এরকম হত না, এই ছবিটা এরকম কেন?"।
"সবগুলো ছবি সোন্দর হইছে।"
সবাই যদি ছবি তোলা শুরু করে তাহলে দেখবে কে? আমি ভিউয়ার... আপনারা ছবি পাবলিশ করেন আমি দেখবো। (উল্টাপাল্টা মন্তব্য করবো LOL )
সব ঠিক আছে, কিন্তু ছবির টপিকে ছবি ছাড়া কথাই বেশি হয়ে যাচ্ছে।
এই ছবিটা তেমন একটা সুবিধাজনক হয় নাই মনে হইতেছে। তবুও এইটা দিয়েই শুরু করলাম।
Thorny Way! (1/365) by N.Nirjhor, on Flickr
প্রজন্ম ফোরাম » চারুকলা » আলোকচিত্র » প্রজেক্ট ৩৬৫
০.১৩৩৪৩৯০৬৪০২৫৮৮ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৯.৫৬২০৬৬৪৮০৩৭১ টি কোয়েরী চলেছে