টপিকঃ উইন্ডোজের জন্য চমৎকার একটি ফাইল ম্যানেজার
আমি আপনাদের জন্য চমৎকার ফাইল ম্যানেজারের সাথে পরিচয় করিয়ে দিব যা উইন্ডোজের ডিফল্ট ফাইল ম্যানেজারের চেয়ে অনেক শক্তিশালী এবং অনেক উন্নত ফিচার সমূহ।লিনাক্সের ফাইল ম্যনেজার দেখে মাথা খারাপ?
লিনাক্সের পিসিম্যান,থুনার ফাইল ম্যানেজার দেখেই মাথা খারাপ?লিনাক্সের ফাইল ম্যানেজারগুলোতে বুকমার্ক সিস্টেম,সহজে অন্য ড্রাইভে গমন করা দেখে হিংসায় জ্বলছেন?তাহলে এই পোস্টটি আপনার জন্য।তাই আর বেশী কথা না বলে কাজের কথায় আসা যাক।চলুন প্রথমেই জেনে নিই এর ফিচারগুলোঃ
easy বুকমার্ক সিস্টেম
easy নেভিগেশন
ব্রেডক্রাম্ব মেনু,আরো অনেক কিছু।
ফাইল ম্যানেজারটির নাম কিবিক এক্সপ্লোরার।ডাউনলোড করুন নিচের লিঙ্ক থেকেঃ
http://www.softpedia.com/progDownload/C … 31889.html
আমি এখানে সফটপেডিয়ার লিঙ্ক দিলাম।এখান থেকে যেকোন একটি ডাউনলোড মিরর থেকে ডাউনলোড করে নিবেন।সফটওয়্যারটি সম্পূর্ন ফ্রিওয়্যার।