টপিকঃ উবুন্টু বনাম ম্যাক
আমি ম্যাক এর কোন ওএস সম্পর্কে কিছুই জানি না। তাই কোন তুলনা করতে পারলাম না। ভাই আপনারা যারা ম্যাক এবং উবুন্টু বা শুধুই ম্যাক চালান তারা আসেন দুইটার তুলনা করি।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উবুন্টু বনাম ম্যাক
আমি ম্যাক এর কোন ওএস সম্পর্কে কিছুই জানি না। তাই কোন তুলনা করতে পারলাম না। ভাই আপনারা যারা ম্যাক এবং উবুন্টু বা শুধুই ম্যাক চালান তারা আসেন দুইটার তুলনা করি।
হুমম। আমি ম্যাক চালাই এবং ম্যাক ইন্সটলের পর থেকে পিসি থেকে লিনাক্স রিমোভ করে দিয়েছি
# ম্যাকের ইন্টারফেস ডিফল্টটি ইন্সটলড উবুন্টু থেকে far far better
# ইন্সটল ইন্টারফেস অসাধারণ
# পাওয়ারফুল সফ্টওয়্যার সাপোর্ট (এডোব ফটোশপসহ উইন্ডোজে যত সফ্ট ইউজ করবেন তারচেয়ে বেটার সফ্ট পাবেন। যেমন VLC পাবেন ভিডিও'র জন্য, MS Office 2011 (যা উইন্ডোজের অফিস ২০১০ থেকেও বেটার), Photoshop, Illustrator সহ সকল উইন্ডোজ এপের পাওয়ারফূল বিকল্প রয়েছে।
# ডেস্কটপ UI অনেক বেশী সাজানো গুছানো। কোনকিছু খুঁজে পেতে ঝামেলা নেই। (Spotlight)
# ফন্ট রেন্ডারিং উবুন্টু থেকেও বেটার।
# আগাটুগোড়া সকলখানের UI অনেক জোসস।
# Unix থেকে তৈরী বলে বেটার সিকিউরিটি।
# Amazing Dock
# iTunes, iPhoto, iCal, iChat,Audium ইত্যাদি অসাধারণ সফ্ট আছে।
# বেশীরভাগ ভাল উইন্ডোজ গেমেরই ম্যাক ভার্সন আছে।
# সফ্টওয়্যার ইন্সটলের জন্য টর্মিনাল নামক কোন বস্তু খুলতে হয় না।
# সব সফ্টওয়্যারই অফলাইন। উইন্ডোজের .exe এর মত .dmg ফাইল। ডাবল ক্লিক & ইন্সটল।
(আমি শুধু হ্যাকিন্টোশ ইউজ করার অভিজ্ঞতা অনুসারে লিখলাম। অরজিনাল ম্যাক (ম্যাকবুকে চালানো ম্যাক) সম্পর্কে লিখতে গেলে আরো অনেকবেশী লেখা আসবে। যেমন: টাচপ্যাচ! এপলের টাচপ্যাডের কোন তুলনা নেই। তারপর ব্যাকলিট কীবোর্ড! তাছাড়া আশেপাশের লাইট অনুসারে ম্যাকবুকের স্ক্রিনের লাইটিং অটোমেটিক ঠিক হয়। ইত্যাদি কারণে ম্যাকের সাথে লিনাক্স বেসড ওএস এর তুলনা করলে ম্যাকের জয়ী হওয়ার সম্ভাবনাই বেশী।
(এতদিনে স্ট্যাটাসটার সার্থকতা হল! ৪দিন আগেই দিছিলাম এই স্ট্যাটাসখানা! )
সাইফের সাথে কয়েকটা পয়েন্ট যোগ করি, আরো আছে, পরে লিখব।
#) অসাধারন মেমোরি ক্যাশিং সিস্টেম।
#) ইউনিভার্সাল বাইনারি সাপোর্ট।
#) ৬৪ বিট ও ৩২ বিট সিস্টেমে অন্য আর্কিটেকচারের প্রোগ্রাম চালানো যায়।
#) কোন প্রসেস হ্যাং করে ১০০% নিলেও ডেক্সটপ হ্যাং করে না।
ম্যাক চালানোর অভিজ্ঞতা নাই আর অত টাকাও নাই
। তবে যে সাধারন পার্থক্যটা বুঝি তা হল ম্যাক কিনতে টাকা লাগে আর উবুন্টু ফ্রি
- এই যা।
বেশকিছু পয়েন্ট সাইফ এবং সারিম বলেই দিয়েছে।
আমার যে জিনিসটা সবচেয়ে ভাল লাগে সেটা হল, ম্যাকের সফটওয়্যার ইন্সটল পদ্ধতি এবং ডিস্ক ইউটিলিটি। ম্যাকের ৯০% সফটওয়্যারি ইন্সটল করতে হয় না। জাস্ট কপি পেস্ট। আর পর্টিশন করা যে ম্যাকে কি সহজ সেটা যে ব্যবহার করে সেই জানে। একটা ফাইল স্প্লিট/মার্জ করার চেয়েও সহজ। অথচ লিনাক্সে পার্টিশন করতে গিয়ে ডাটা হারায় নাই এমন লোক খুজে পাওয়া মুশকিল।
আর একটা ব্যপার হচ্ছে ইউজার ফ্রেন্ডলিনেস। এটা অবশ্য একেক জনের কাছে একেক রকম। কারো কাছে উবুন্টর ইন্টারফেস ইউজার ফ্রেন্ডলি মনে হয় আবার কারো কাছে উইন্ডোজের। আমার নিজরটা বলি। আমার কম্পিউটার জীবন শুরু হয় উইন্ডোজ দিয়ে। প্রথম দিকে সাধারন ব্যাপার নিয়েও প্রচুর সমস্যায় পরতাম। সেরকম উবুন্টু ব্যবহার করতে গিয়েউ বিভিন্ন সমস্যা হত। নেটে কানেক্টেড হতে ৩ দিন লাগল। এরকম আরও অনেক সমস্যা নেট ঘেটে বা বন্ধুদের সাহাজ্য নিয়ে সমাধানও করতাম। কিন্তু বিশ্বাস করেন ম্যাকে আমি এমন কোন সমস্যায় পরিনাই যেটার জন্য আমাকে সারাদিন নেট ঘাটতে হয়েছে।
আর যেগুলো ভালো লাগে, দারুন সব সফটওয়্যার, ভাইরাসের ঝামেলা নাই, দেখতে চুইট , ডিস্ক ডিফ্রাগমেন্টের ঝামেলা নাই, হাজারটা এপ্লিকেশন ইন্সটল করলেও স্লোহয়ে পরে না...... এইতো।
ম্যাক হচ্ছে উবুন্টুর টাকা দেওয়া ভার্সন (দুটোই ইউনিক্স ভিত্তির) ! তবে উইন্ডোজের চেয়ে অনেক সস্তা। মাত্র ৩০ ডলার ! হার্ডওয়্যারটারই যা দাম। তবে জোস হার্ডওয়্যার।
ম্যাক ব্যাবহার করমু...
ম্যাক হচ্ছে উবুন্টুর টাকা দেওয়া ভার্সন !
ও তাহলে ম্যাক হচ্ছে ক্যাননিকেলের? উবুন্টু টাকা দিয়ে কিনলেই ম্যাক হয়? আমি এতদিন জানতাম এটা আম না আপেল কি যেন একটা কম্পানির। যাইহোক ভুল জানতাম মনেহয়।
ম্যাক অনেক পলিশড। উবুন্টুকেও বিভিন্নভাবে কাস্টমাইজ করে পলিশরূপে আনা সম্ভব, কিন্তু ডিফল্টভাবে উবুন্টু খুবই সাদামাটা। ক্যানোনিকালের উচিৎ উবুন্টুর লুকটাকে নিয়ে আরও বেশি করে কাজ করা। ইউনিটি এক্ষেত্রে একটা বিরাট ড্রব্যাক।
তবে উইন্ডোজের চেয়ে অনেক সস্তা। মাত্র ৩০ ডলার ! হার্ডওয়্যারটারই যা দাম।
বিজনেস পলিসি। হার্ডওয়্যারের তিন-চার গুণ দাম রেখে সফটওয়্যার একটু কম দামে দেয়। অ্যাপল ভালো করেই জানে হার্ডওয়্যারটা ওদের কাছ থেকে কিনতে হবে। অনেকটা নির্দিষ্ট দোকান থেকে ১০,০০০ টাকার শপিং করলে ১০% ছাড় দেয়ার মতো।
@সাইফ দি বস ৭: হ্যাকিনটশ ইন্সটল করার একটা টিউটোরিয়াল দিলে ভালো হতো।
উবুন্টুর চেহারা তো আস্তে আস্তে কিউট হচ্ছে
বসের ব্লগে হ্যাকিনটোশ ইনস্টলের টিউটোরিয়াল আছে। আমার পিসির প্রসেসর ডুয়েল কোর ২.৭ গি.হা গিগাবাইট ৪১আরকিউ চিপসেটের মাদারবোর্ড। সাইফের ব্লগের হ্যাকিনটোশটা নামিয়েছিলাম। বুট করে দেখি বায়োস ইরর দেখায় ডিভিডির ২০ টাকাই জলে গেল। কারও কাছে কোন সাজেশন আছে নাকি?
এক কথায় ম্যাক
বসের ব্লগে হ্যাকিনটোশ ইনস্টলের টিউটোরিয়াল আছে।
পেয়েছি। ধন্যবাদ।
ভাই আপনেরা তো ঐ আগের মতই শুরু করলেন, চাইলাম দুইটা ওএস এর পার্থক্য আর লেখা শুরু করলেন ম্যাকের গুণগান। গুণগান গাওয়ার সময় যদি উবুন্টুর সাথে একটু পার্থক্য করতেন তাইলে অন্যরা বুঝত ম্যাক এই দিকয়ে সুবিধার উবুন্টু এই দিক দিয়ে।
আমার যে জিনিসটা সবচেয়ে ভাল লাগে সেটা হল, ম্যাকের সফটওয়্যার ইন্সটল পদ্ধতি এবং ডিস্ক ইউটিলিটি। ম্যাকের ৯০% সফটওয়্যারি ইন্সটল করতে হয় না। জাস্ট কপি পেস্ট।
আসলেই! সফ্টওয়্যার ইন্সটল পদ্ধতিটা জোসস!
ইনষ্টল করে দেখার সখ আছে, আইএসও নিয়ে এসেছি অনেক দিন
ভাইয়া, আপনার তো এএমডি, একটু চেক করে দেখেন, কাজ হলে আমি কুরিয়ার এ নিয়ে আসব
অলোক লিখেছেন:ম্যাক হচ্ছে উবুন্টুর টাকা দেওয়া ভার্সন !
ও তাহলে ম্যাক হচ্ছে ক্যাননিকেলের? উবুন্টু টাকা দিয়ে কিনলেই ম্যাক হয়? আমি এতদিন জানতাম এটা আম না আপেল কি যেন একটা কম্পানির। যাইহোক ভুল জানতাম মনেহয়।
অামি দুটোরই ইউনিক্স ভিত্তির কথা বলতে চেয়েছি। ম্যাক ওপেন সোর্সের ওপর ভিত্তি করে তৈরী(বিএসডি)।
হে হে আবার লাগছে !
কি লাগছে এখানে?
ভাইয়া, আপনার তো এএমডি, একটু চেক করে দেখেন, কাজ হলে আমি কুরিয়ার এ নিয়ে আসব
ওকে সমস্যা নাই, একজনের অপেক্ষা করতেছি উনি পাবনা আসলেই ইনষ্টল করব।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উবুন্টু বনাম ম্যাক
০.১০৫১৮২৮৮৬১২৩৬৬ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.৫৩৪৩৬৮১১৭৪৩৩ টি কোয়েরী চলেছে