Re: এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
smplayer তো সিনেপ্টেকেই আছে। এটা ইনস্টল করতে গেলে আবার ঝামেলা হয় কিভাবে
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
smplayer তো সিনেপ্টেকেই আছে। এটা ইনস্টল করতে গেলে আবার ঝামেলা হয় কিভাবে
ভাইজানেরা, আমি মাগনা LINUX-ও ইউজ করি না আবার চোরাই Windows-ও Use করি না !!!
জেনুইন উইন্ডোজ ও জেনুইন ম্যাক ওপারেটিং সিস্টেম ইউজ করি
এবং আমার পিসিতে মাইক্রোসফট এর যেসব প্রোডাক্ট- আছে সবই জেনুইন কোন পাইরেসি জিনিস নাই!!!
এইখান থেকে
বিল গেটস আমারে তার প্রায় সব প্রোডাক্ট আজীবন এর জন্য গিফট করছে
আর আমার ভার্সিটিতে FTP server (location- ftp://172.16.0.109/msdnaa) থাকায় খুব অল্প সময়েই প্রয়োজনীয় মাইক্রোসফট এর জিনিস ডাউনলোড কইরা নিতে পারি
আমি আপনাগো দলে নাই
আমার জেনুইন উইন্ডোজ এবং ম্যাক-ই সেরা
smplayer তো সিনেপ্টেকেই আছে। এটা ইনস্টল করতে গেলে আবার ঝামেলা হয় কিভাবে
কাহিনী হইল আমি খুঁজে পাচ্ছিলাম না পরে ষাড়িম ভ্রাতা ইনস্টল এর উপায় বলল এবং ওখানে ভজঘট পাকিয়ে ফেলেছি।
আর একটা মজার কথা বলি। আমার সনি ভায়ো নিয়ে। এটা জার্মানি থেকে আনানো। তাই উইন্ডোজ ৭ (হ ভাই জেনুইন) দেয়া ছিল কিন্তু জার্মান ভাষায়। আমার ভাই কোন সিডি আনে নাই। তাই ড্রাইভারগুলা পাই নাই। আমি ঐ ৭ ফরম্যাট করে আমার চোরাই ৭ ইনস্টল মেরে ইংরেজী ভার্সন করলাম। কিন্তু কাহিনী ড্রাইভার অনেকগুলোই ম্যানুয়ালী ইনস্টল করতে হবে। এক একটার সাইজও দেখি ১০০-২৫০ মে,বা. ভয় পাচ্ছি এখন নামাতে। অথচ মজাটা হচ্ছে লিনাক্সে। উবুন্টুতে কোন ড্রাইভারই লাগে নাই সবই ঠিক মত পেয়ে গেছে এবং বেশ ভাল কাজ করছে। শুধু মাউস প্যাডের স্ক্রলবারটা কাজ করছে না। এটা নিয়ে দেখি বিজ্ঞ কারো সাথে আলোচনা করতে হবে।
অফটপিক:
@সামিউল
উইন্ডোজের লোকালাইজড ভার্সনগুলোর জন্য ইংলিশ ল্যাংগুয়েজ প্যাক পাওয়া যায় না অথচ ইংলিশটার জন্য অনেক ভাষারই ল্যাঙ্গুয়েজ প্যাক থাকে
--- এইটা হইলো আমার NEC ল্যাপটপের জাপানি উইন্ডোজ এক্সপি নিয়ে গুতাগুতি করার অভিজ্ঞতা। ফলে বাধ্য হয়েই জাপানিটা চালাইতাম। ল্যাবের লুকজন ভাবতো শামীম জাপানি ভাষা শিখে গিয়ে কি সুন্দর কম্পিউটার চালায়!! অথচ আমি ভরসা করতাম শর্টকাট কী গুলোর উপরে, কিংবা মেনুতে শর্টকাট কী দেখে বুঝতাম ঐটা কিসের কাজ করে। মাঝে মাঝে ওয়েব ট্রানস্লেটর দিয়ে বিভিন্ন মেনু আইটেম জাপানিতে কনভার্ট করে দেখতাম কোনটার সাথে মিলে ... ... খুবই বেদনাময় অভিজ্ঞতা। মাইক্রোসফট অফিসেও সেইম কাহিনী। ব্রাউজার হিসেবে মজিলার ইংলিশটা ব্যবহার করতাম বলে রক্ষা। শেষের দিকে ইংলিশ ভার্সন ওপেন অফিসে মূল কাজ করে ফরম্যাটিং মার্কা ফিনিশিং টাচ দিতাম এমএস অফিসে -- শালার জার্নাল বা কনফারেন্সগুলো সব ডক ফরম্যাটে চায়।
এদিকে জার্মান কীবোর্ডে তো যতদুর জানি z আর y অদল বদল হয়ে আছে।
মানুষ উইন্ডোজের মত একইরকম জিনিস লিনাক্সে চায়। এদের কথা শুনলে যে কেমন রাগটা উঠে! আজকে তো রীতিমত এক বন্ধুর সাথে এই নিয়ে ঝগড়াই শুরু করে ফেলেছিলাম। সে বলে "লিনাক্স মিন্ট তো এক্সপির মত না।" একদিকে এক্সপিকে দুই চোক্ষে দেখতে পারিনা, তার উপর আবার এর সঙ্গে মিন্টের তুলনা!
মানুষ উইন্ডোজের মত একইরকম জিনিস লিনাক্সে চায়। এদের কথা শুনলে যে কেমন রাগটা উঠে! আজকে তো রীতিমত এক বন্ধুর সাথে এই নিয়ে ঝগড়াই শুরু করে ফেলেছিলাম। সে বলে "লিনাক্স মিন্ট তো এক্সপির মত না।" একদিকে এক্সপিকে দুই চোক্ষে দেখতে পারিনা, তার উপর আবার এর সঙ্গে মিন্টের তুলনা!
![]()
ভাই এ সমস্ত কথায় রাগ করবেন না, যারা অবুঝ তারা অবুঝই থাকবে, লিনাক্স এর ডিস্ট্রোকে জালানার সাথে তুলনা করে, অথচ লিনাক্স এবং জানালার তো তুনলাই করা যায় না তা তারা বোঝে না। আমাদের কাজ মানুষকে পাইরেসি থেকে দুরে সরান আর ওপেন সোর্সে দিকে নিয়ে আসা। আসুন তাই করি, যারা এটা গ্রহন করবে না তারা করলেও সমস্যা নাই।
জনাব লিনাক্স আপনার কথা শুনে অনেক কিছুই বলতে ইচ্ছা করল। আচ্ছা বাদ দেন আমি খারাপ.
লিনাক্সকে ইচ্ছে করলেই ধুয়ে ফেলা যায়।কিন্তু আমি আবার বিল গেটসের আদর্শে বিশ্বাসী।বিল গেটস ইচ্ছা করলেই বাংলাদেশে পাইরেটেড উইন্ডোজ ব্যবহারে বিপক্ষে কার্যক্রম চালাতে পারে কিন্তু চালায়না।তেমনি আমিও লিনাক্সকে কিছু বলিনা।আর ওপেন সোর্স মালের প্রতি একটু দয়া দেখানো আমাদের সকলেরই কর্তব্য।
একটি চিরন্তন সত্য কথা হলঃ
সবার উপরে মানুষ সত্য,
ওপেন সোর্স নয়!
লিনাক্সকে ইচ্ছে করলেই ধুয়ে ফেলা যায়।কিন্তু আমি আবার বিল গেটসের আদর্শে বিশ্বাসী।
আর ওপেন সোর্স মালের প্রতি একটু দয়া দেখানো আমাদের সকলেরই কর্তব্য।
ভাই আপনি মানুষ না উইন্ডোজ?
ভাই আপনি মানুষ না উইন্ডোজ?
আজকের সেরা কৌতুক
সামি ভাই, কথাগুলো আমি কিন্তু আপনাকে কৈ নাই :P এক পাব্লিকের সাম্প্রতিক লেখা পড়ে মেজাজ পুরাই খারাপ হয়েছিল। যার ফলাফল ঐ কথাগুলো। দেখি তিনি কি জবাব দেন।
ফটুকদা?কেমন আছেন?ভালো না?আপনার লেখাগুলো পড়ে খুব ভালো লাগছে।বড্ড হাসিও পাচ্ছে।এর আগে বলেছিলেন আরটিস্টার দিয়ে নাকি ভালো টেম্পলেট তৈরী করা যায়না।তার উত্তর আমি দিয়েছিলাম যেখানে একটি লিংক দিয়ে দিয়েছিলাম কেমন?
লিংকটি কি দেখা হয়েছিলো?
হয়েছিলো বোধহয়!
ফটোশপের বিকল্প গিম্পকে বলেন?এরও উত্তর কিন্তু আমি দিয়েছিলাম।কি দেইনি?
আপনি মনে হয় লিনাক্স ব্যবহারে পটু।তাই নয় কি?
আমি লিনাক্স ব্যবহারে পটু না হলেও একেবারে গবেট না।
এর আগে লিনাক্স সম্পর্কে পোস্ট দিয়েছিলাম বলে কি অপরাধ করে ফেলেছি?
মনে হয় করেছি
কি,করিনি?
তো ভাই,এখন কি শাস্তি দিবেন?
আচ্ছা ভাই,আমার খুব জানতে ইচ্ছে করে,সামিউল ভাইয়ের জিজ্ঞাসাকৃত সফটওয়্যারগুলোর বিকল্প কি?
এখনো কোন উত্তর দিলেন না কেন?
আচ্ছা,না হয় নাই দিলেন।
আমার প্রশ্নের উত্তরগুলো কি দিবেন?
১।আমি উবুন্টুতে lxde ডেস্কটপ ব্যবহার করি।আগে ছিলো দুইশো ছাপ্পান্ন ram আর এখন 512 ram।কিন্তু আমার কম্পিউটার এক বিন্দুও ফাস্ট হয়নি।কেন?কেন এমন হল?
আমার কি আবার উবুন্টু সেটাপ দিতে হবে?আমি কিন্তু এক্সপি সেটাপ দেইনি,512 ram লাগানোর সাথে সাথে একলাই আগের চেয়ে অনেক দ্রুতগতির হয়ে গেল।কিন্তু উবুন্টুতে হলোনা কেন?আমার lucid puppy-র একই অবস্থা।কি করা যায় বলেনতো?
@heroksiddiqi, এই টপিকের ৭০ নম্বর পোস্টে আমি আমার উদ্দেশ্যে আপনি ১৭ টা প্রশ্ন করেছেন। আমার যে লেখাটা আপনি কোট করেছেন আপনি কি ভাবছেন সেটা আপনাকে নিয়ে লেখা? আমি একটা লাইন লিখেছিলাম এক পাব্লিকের সাম্প্রতিক লেখা পড়ে মেজাজ পুরাই খারাপ হয়েছিল।। আপনি কি নিজেকে ঐ পাব্লিক ভাবছেন? আপনি কি ভেবেছেন এ পাব্লিক বলতে আমি আপনাকে বুঝিয়েছি?
উপরে যতগুলো প্রশ্ন করলাম সবগুলোর উত্তর পাবার পরই আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিব। ধন্যবাদ।
@heroksiddiqi, এই টপিকের ৭০ নম্বর পোস্টে আমি আমার উদ্দেশ্যে আপনি ১৭ টা প্রশ্ন করেছেন। আমার যে লেখাটা আপনি কোট করেছেন আপনি কি ভাবছেন সেটা আপনাকে নিয়ে লেখা? আমি একটা লাইন লিখেছিলাম এক পাব্লিকের সাম্প্রতিক লেখা পড়ে মেজাজ পুরাই খারাপ হয়েছিল।। আপনি কি নিজেকে ঐ পাব্লিক ভাবছেন? আপনি কি ভেবেছেন এ পাব্লিক বলতে আমি আপনাকে বুঝিয়েছি?
উপরে যতগুলো প্রশ্ন করলাম সবগুলোর উত্তর পাবার পরই আমি আপনার প্রশ্নগুলোর উত্তর দিব। ধন্যবাদ।
আরে ফটুকদা!বিড়াল কি আপনার অনেক প্রিয় প্রানী?আমারও খুব প্রিয় প্রানী ছিল।আপনার ছবিতে যে রকম একটা বিড়াল রয়েছে ঠিক সেরকমই একটা বিড়াল আমার ছিল।ওর কালার লাল ছিল বলে ওর নাম রাখছিলাম নালু-বিলু।বর্তমানে অবশ্য বাঁচা নেই।অনেক আগেই মারা গেছে।আপনার বিড়ালটি দেখে ওর কথা আবার মনে পড়ে গেলো।
আপনি কি ভালো আছেন?
আরে ফটুকদা!বিড়াল কি আপনার অনেক প্রিয় প্রানী?আমারও খুব প্রিয় প্রানী ছিল।আপনার ছবিতে যে রকম একটা বিড়াল রয়েছে ঠিক সেরকমই একটা বিড়াল আমার ছিল।ওর কালার লাল ছিল বলে ওর নাম রাখছিলাম নালু-বিলু।বর্তমানে অবশ্য বাঁচা নেই।অনেক আগেই মারা গেছে।আপনার বিড়ালটি দেখে ওর কথা আবার মনে পড়ে গেলো।
আপনি কি ভালো আছেন?
পোস্টটা পড়ে বিরাট মজা পাইলাম। প্রোফাইলের ছবি পাল্টানোর উদ্দেশ্য পুরা সার্থক আমি মোটামুটি নিশ্চিত ছিলাম আমার প্রতিবেশী জেলার ভাই আমাকে যেভাবে খোচাচ্ছেন, তাতে প্রোফাইলের ছবিটা পাল্টালেও সেটা নিয়েও একটা খোচা আসবে
অনেক থ্যাংকস আপনাকে নতুন বিনোদন দেয়ার জন্য
এই লিংকে কিছু ছবি আছে। একটু দেখে বলুন তো... এটা কি গিম্প দিয়ে করা যাবে?
বা এই টপিকে কে জানি গিম্প দিয়ে ফাউল একটা কাজ করছে.... কোথায় গিম্প আর কোথায় ফটোশপ... হাহহহহহ
বিঃদ্রঃ সামিউল ভাই আমি আপনারে কিছু কইনাই...
এই টপিকে কে জানি গিম্প দিয়ে ফাউল একটা কাজ করছে.... কোথায় গিম্প আর কোথায় ফটোশপ... হাহহহহহ
ছবি দুর্ধর্ষ হয়েছে, আমি ডালো দিয়ে ওয়ালপেপার করে নিলুম, অসংখ্য ধন্যবাদ এটা দেওয়ার জন্য।
এইবার পন্ডিতজির কাছ থেকে এরকম আর একটা আশা করলে কি খুব অন্যায় হবে পন্ডিতজি।
ছবি দুর্ধর্ষ হয়েছে, আমি ডালো দিয়ে ওয়ালপেপার করে নিলুম, অসংখ্য ধন্যবাদ এটা দেওয়ার জন্য।
এইবার পন্ডিতজির কাছ থেকে এরকম আর একটা আশা করলে কি খুব অন্যায় হবে পন্ডিতজি।
পন্ডিত কি আমাকেই বললেন নাকি? যাই হোক, উক্ত কথাগুলো যদি আমাকে উদ্দেশ্য করে বলা হয় তাহলে বলবো আমি ফটোশপ ভালো পারি, গিম্প ভালো পারি না
পারি না বলতে গিম্প জিনিসটা আমি তেমন ঘাটাঘাটি করিনি। যা করেছি তা দিয়েই আমি উপরের গোলাপী ভূতের আলো ছবির কাজটা করলাম। তাও প্রায় এক বছর আগে। তবে গিম্প স্বল্প পরিসরে আমি যেটুকু দেখেছি তাতে বলতে পারি গিম্প একটা জিনিস বটে। এমনও অনেক ফিচার আছে যেগুলো ফটোশপে নেই
আপনি গ্রাফিক্সের বেসিক/ব্যাকরন গুলো জানলে ফটোশপ আর গিম্প একই জিনিস। এবং আমি জানি আমার এই বোল্ড এবং আন্ডারলাইন করা বাক্যটা নিয়েও অনেকে এই টপিকে হাসাহাসি করবে। তাদেরকে অগ্রিম স্বাগতম। কোথা থেকে এক পোলা আইছে হের কাছে ফটোশপ আর গিম্প একই জিনিস, হুহ, হুহ, বেকুব আর কারে কয়।
যাই হোক, হৃদয় দা, প্রশংসার জন্য ধন্যবাদ।
পন্ডিত কি আমাকেই বললেন নাকি?
এই সেরেচে, সম্ভবত আমার বোঝাতে ভুল হয়েছে, পন্ডিতজি একজনই আছেন, আমাদের গ্রাফাইট থুক্কু হীরক ভাই। ভুল বুঝে থাকলে অত্যন্ত দুঃখিত।
তবে ছবিটার একটা টিউট দিলে হয়ত একটু চেষ্টা করতাম। যদি সময় করে উঠতে পারেন তো চেষ্টা কইরেন।
অফটপিকের জন্য সরি।
সমন্বয়ক নোটঃ ব্যক্তিগত আক্রমণ করা থেকে সদস্যদের বিরত থাকার অনুরোধ করা হল। অন্যথায় টপিকটি বন্ধ করে দেওয়া হবে।
সমন্বয়ক নোটঃ ব্যক্তিগত আক্রমণ করা থেকে সদস্যদের বিরত থাকার অনুরোধ করা হল। অন্যথায় টপিকটি বন্ধ করে দেওয়া হবে।
এই টপিকটার শুরু আমার পোস্ট দিয়ে তাই এতে আমি সাধারণত কোনোরকম মডুগিরি ফলাই না।
কোনটা ব্যক্তিগত আক্রমণ সেটা উল্লেখ করে দিলে ভাল হত।
সতর্কবার্তার অল্প আগের পোস্টগুলো সম্পর্কে বলা যায়:
শিমুল নিজের টপিক ও ছবি নিয়েই একটু রসিকতা করে সেই কথাগুলো লিখেছে।
আর সদস্য heroksiddiqi এর সিগনেচারে এখন পর্যন্ত যা লেখা আছে তা হল: পন্ডিৎজি-হীরক
কোনটা ব্যক্তিগত আক্রমণ সেটা উল্লেখ করে দিলে ভাল হত।
হীরক ভাইয়ের শেষের দিকের পোস্ট গুলো মনে হচ্ছে আমার কাছে।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » এ্যাত লাফালাফি, চিল্লাপাল্লা করি কিল্ল্যাইগ্গা?
০.১১৯১০৯৮৬৯০০৩৩ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৪৯৪২৩০৮৬০৫৩৮ টি কোয়েরী চলেছে