এখন যে গানটা শুনছি সেটা একটা এ্যাডের জিঙ্গেল। সেদিন পোলাপাইন ডট কমে ঘুরতে ঘুরতে এক মিনিটের এই জিঙ্গেলটা পেলাম - বার্জার পেইন্টে-এর একদিন সবুজ সকাল। গানের কথাগুলো এরকম -
একদিন সবুজ সকাল
সোনা রোদে স্বপ্নের রেশ
লাল আকাশের বিছানায়
শুধু মেঘ পরীদের দেশ
ভেবে নাও এমন দুনিয়া
হাতছানি দিচ্ছে তোমায়
তুমি বলো ছেলেমানুষি
আমি বলি নই একা
রঙ বেরঙের এই আকাশে
তোমার সাথেই হবে দেখা।
চমৎকার লিরিক্স, সুর, অসাধারণ ভিডিওগ্রাফি - আমার অত্যন্ত প্রিয় একটা অ্যাড। ইদানিং টিভিতে খুব কম দেখায়। ভিডিওটা খুব মিস করি। বসুন্ধরা সিটির নিচতলায় একটা রাউন্ড স্ক্রিন আছে, সেখানে বিভিন্ন পণ্যের অ্যাড প্রচারিত হতে থাকে। বার্জার পেইন্টের এই অ্যাডটা একটু পরপরই দেখায়। বসুন্ধরা সিটিতে গেলেই তাই আমাকে ঐ রাউন্ড স্ক্রিনের সামনে খুঁজে পাওয়া যায় - দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাড দেখি।;q
অফটপিক @ শিপলু:
Neverland জায়গাটা এক অর্থে পৃথিবীতেই কেননা "আমি, তুমি ও সে" সহ পৃথিবীর সব মানুষের মধ্যেই এর অস্তিত্ব আছে। এর আক্ষরিক অর্থ মনে হয় "অজানা রাজ্য" বা "অলীক রাজ্য"। কিন্তু আমার কাছে "পরাবাস্তব পৃথিবী" বলতেই ভালো লাগে। বাস্তব পৃথিবীর মানুষ তার নিজের কল্পনায় নিজস্ব চিন্তাধারা আর স্বপ্নের মিশেলে যে অবাস্তব, আকাঙ্ক্ষিত পৃথিবী গড়ে তোলে সেটাকেই নিশ্চয়ই পরাবাস্তব পৃথিবী বলে (কথাটা মনে হয় হেড অফিসের এক হাত উপর দিয়ে উড়ে গেল)। যাই হোক ডেফিনেশন ছেড়ে এবার সিম্প্লিফিকেশনে আসি। "Finding Neverland" নামে একটা মুভি হয়েছিল। কোনো এক বিভাগে (সম্ভবত "সেরা বিদেশী ভাষার মুভি" বিভাগে) সেটা অস্কার মনোনয়নও পেয়েছিল। মুভিটা দেখিনি তবে কাহিনীটা পড়েছিলাম - যুদ্ধের পটভূমিতে তিনজন সৈনিককে নিয়ে একটা চমৎকার মানবিক ঘটনা। মুভির নামটা আমার খুব পছন্দ হয়েছিল। সেখান থেকেই Neverland শব্দটা নেওয়া। আগে আমার অবস্থানের জায়গায় ঢাকা লেখা ছিল। কিন্তু "ঢাকা" শব্দটা দেখলেই কেমন জানি ফাঁকা ফাঁকা মনে হয়। তাই সেটা বদলে দিয়ে Neverland দিয়েছি। এই শব্দটার মাঝে একটু ভাবও আছে কিনা।;q