টপিকঃ প্রজন্ম ডট কমের হোম পেইজ সুন্দর করা প্রয়োজন
বিষয়টি এই ফোরামের সাথে সামঞ্জস্যপূর্ণ না হলে মুছে দেয়া যেতে পারে।
এডমিন-এর দৃষ্টি আকর্ষন করছি। প্রজন্ম ডট কম এর মুল হোম পেইজটি আরো সুন্দর ও সাজানো প্রয়োজন মনে করছি। এডমিনের দৃষ্টি ভঙ্গি যতটুকু বুঝতে পারছি তিনি প্রজন্ম ডট কম কে গ্রুপ অব ইন্ডাস্ট্রি টাইপের কিছু একটা করতে চাচ্ছেন।
তাই আমি ব্যক্তিগত ভাবে মনে করছি। প্রজন্ম ডট কম এর মুল হোম পেইজটিকে আরো সুন্দর করা দরকার এবং সেখানে ফোরাম ও অন্যান্য যে সব আয়োজন করা হবে তার লিংক থাকা দরকার।