টপিকঃ নিজেই তৈরী করুন এক্সপি,ভিস্তা,সেভেনের(থিমপ্যাক) Transformation pack
আপনারা হয়তো অনেকেই বিভিন্ন ধরণের trnsformation pack ব্যবহার করে থাকেন।যেমনঃঅনেকেই এক্সপিকে ভিস্তার মতো করার জন্য ভিস্তা বা সেভেনের মতো করার জন্য transformation pack,seve transformation pack ইত্যাদি ব্যবহার করে থাকেন।যদিও এসব transformation pack মোটেও পছন্দ করিনা কারণ এটা কম্পিউটারকে প্রচুর স্লো করে দেয় এবং সিস্টেম ফাইলের বারোটা বাজানোয় এরা ওস্তাদ।তাও আমি বলছি যারা নিজেরাই এই ধরণের থিমপ্যাক তৈরী করতে চান তারা নিচের দুইটা লিঙ্ক ট্রাই করতে পারেন।
সরাসরি ডাউনলোড লিংকঃ
ftp://dl1.custopack.com/custopack.com/s … 0.0.40.exe
সাধারণ ডাউনলোড লিংকঃ
http://www.custopack.com/en/download
ফাইলটির সাইজ ২৮ মেগাবাইটের মতো হবে।