Re: উইন্ডোজ একটি ফাউল জিনিস!!!!
@তাহমিদঃ তুমি চিনবানা ভাইয়া। ভার্সিটির এক ভাই।
হীরক ভাইকে অন্য একটা কথা বলি এবার। ভাই, আমি নিজে খুব বেশী ফোরাম ঘুড়ি না। নেটে ঢুকলে প্রজন্ম, রংমহল , উইকি আর গুগোল এগুলো থেকেই যা জানার জানা হয়। কয়দিন হলো আরো ১০টা ফোরাম ঘুড়ে দেখছি, নিজেকে কুয়োর ব্যাঙ মনে হয় আজকাল। যাইহোক, প্রজন্ম চমৎকার জায়গা। আমি নিজে এটাকে সচারচর ফোরাম বলি না, বলি প্রজন্ম পরিবার। চমৎকার সময় কাটুক এখানে আপনার, এখন যাদের সাথে রাগ হচ্ছেন, তারাই দেখবেন আপনার বিপদে আপদে এগিয়ে আসবে সময়ে।
মুন আপুর কথা শুনে মনে হলো এই রাতেই দিনের আলো দেখা যাচ্ছে
যাইহোক, এইখানে না, জায়গামতই বিস্তারিত লিখলাম। আমিও মডু কিনা, ভুল কম করাই ভাল।