Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
দেখে তো মনে হচ্ছে মোবাইল ওএস।
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
বাহ্! চমৎকার লাগছে। কিন্তু একটা রিকোয়ারমেন্ট তো বেড়ে যাচ্ছে; টাচস্ক্রীন মনিটর লাগবে। টাইল বেসড্ ইন্টারফেসটা একটা পরিচ্ছন্ন ভাব এনে দেবে মনে হচ্ছে। দেখা যাক কী হয়...
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
আসতে কত বছর লাগতে পারে?
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
জটিল!!!!!! অ্যান্ড্রয়েড এর ট্যাবলেট পিসির বাজার এইবার উইন্ডোজ নিজের দখলে আনতে পারবে !
এরকম একটা ওএসই খুজছিলাম !!
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
গ্রাফিক্স গুলো তেমন সুন্দর লাগছে না।
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
ওয়াও!!! দেখেতো ভালই মনে হচ্ছে।
দেখা যাক এই মাসের ৬ তারিখে স্টিভ কি বস্তু দেখায়।
৮ ০২-০৬-২০১১ ২১:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মুশাফ (০২-০৬-২০১১ ২৩:১০)
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
আমার ধারণা ছিল উই্ন্ডোজ সেভেনকে একটু ঘঁষেমেজে এবং সামান্য কিছু পরিবর্তন করে মাইক্রোসফট উইন্ডোজ এইট রিলিজ দিবে। এখন দেখছি পরিবর্তন বেশ ভালোই হয়েছে। ডেস্কটপ কম্পিউটারের যুগ যে শেষ হতে যাচ্ছে উবুন্টু ইউনিটির পর উইন্ডোজ এইটের প্রাথমিক প্রিভিউ দেখে সেটাই বুঝা যাচ্ছে। কিছু কিছু ফিচার ভালো লাগলো। আইপ্যাড এবং অ্যান্ড্রয়েড ট্যাবলেটের সাথে ভালো প্রতিদ্বন্দীতা করতে পারবে উইন্ডোজ এইট ট্যাবলেট এবং নেটবুক পিসিগুলো।
আসতে কত বছর লাগতে পারে?
এক বছর। ২০১২ তে আসবে।
Re: উইন্ডোজ ৮-এর নতুন টাচ-ফ্রেন্ডলি ইন্টারফেস
আশা করি ডেস্কটপ ভার্সন এই চেহারার হবে না। তাছাড়া ফাইল ব্রাউজার দেখলাম সেভেনেরটাই। আশা করি ওইটাও আসল ভার্সনে চেঞ্জ করা হবে।