টপিকঃ মাইক্রোসফট্ উইন্ডোজ ৭.৫ !
মাইক্রোসফট্ উইন্ডোজ ৭.৫ নাকি আগামী বছর বের হবে এবং এই নতুন উইন্ডোজটি নাকি উইন্ডোজ ৭ থেকে পুরোপুরি ভিন্ন হবে ! ৫০০ এরও বেশী নতুন ফিচার যুক্ত করা হবে এতে !
কেউ কি এ সমন্ধে কিছু জানেন ? জানলে দয়া করে রিপ্লাই দিন ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » মাইক্রোসফট্ উইন্ডোজ ৭.৫ !
মাইক্রোসফট্ উইন্ডোজ ৭.৫ নাকি আগামী বছর বের হবে এবং এই নতুন উইন্ডোজটি নাকি উইন্ডোজ ৭ থেকে পুরোপুরি ভিন্ন হবে ! ৫০০ এরও বেশী নতুন ফিচার যুক্ত করা হবে এতে !
কেউ কি এ সমন্ধে কিছু জানেন ? জানলে দয়া করে রিপ্লাই দিন ।
খবর কি "কালের কন্ঠ" হতে পেয়েছেন? শুনেছিলাম ওরা উইন্ডোজ ফোন ৭.৫ কে উইন্ডোজ ৭.৫ বানিয়ে দিয়েছিলো
খবর কি "কালের কন্ঠ" হতে পেয়েছেন? শুনেছিলাম ওরা উইন্ডোজ ফোন ৭.৫ কে উইন্ডোজ ৭.৫ বানিয়ে দিয়েছিলো
ওহ !!!! হাহাহাহাহাহহাহাহাহাহা
ধন্যবাদ ভাই । এর জন্যই তো এত নেট সার্চ দিলাম কিন্তু সব সার্চ রেজাল্ট হিসেবে পেলাম উইন্ডোজ ফোন ৭.৫ ।
তবে এখন একটু কষ্টই লাগছে
কালের কন্ঠ (নাকি বালের কন্ঠ) এর টেকি রিপোর্ট পুরাই ফাউল বাংলাদেশ প্রতিদিনে আজ সাইটটক নিয়ে লিখেছে
কালের কন্ঠ (নাকি বালের কন্ঠ) এর টেকি রিপোর্ট পুরাই ফাউল
বাংলাদেশ প্রতিদিনে আজ সাইটটক নিয়ে লিখেছে
পড়লাম। খারাপ লাগল এত বড় জাতীয় দৈনিকে এরকম থার্ড ক্লাস আর্টিকেল ছাপা হয় দেখে।
এসব পত্রিকা নামে চলে
এদেরকি সামান্যতম ধারনাও নাই? এরাকি কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে না? মাঝে মাঝেই দেখি আজগুবি খবর ছেপে দেয়।
এদেরকি সামান্যতম ধারনাও নাই? এরাকি কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার করে না? মাঝে মাঝেই দেখি আজগুবি খবর ছেপে দেয়।
মনে আছে, গুগলের এপ্রিল ফুল জোক নিয়ে কি কাহিনী করেছিল?
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » উইন্ডোজ » মাইক্রোসফট্ উইন্ডোজ ৭.৫ !
০.০৫৬৬৮১৮৭১৪১৪১৮৫ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮১.৫৬৩৭৭০৩২১৪৮৪ টি কোয়েরী চলেছে