টপিকঃ এখন যা শুনছি
পিয়াল শাখার ফাঁকে..
অখিলবন্ধু গেয়েছেন।
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » এখন যা শুনছি
পিয়াল শাখার ফাঁকে..
অখিলবন্ধু গেয়েছেন।
এখানে তো মেম্বার হতে হয়- দেখছি।
এখানে তো মেম্বার হতে হয়- দেখছি।
নাহ্ সদস্য হওয়ার তো কোনো প্রয়োজন দেখি না। আপনি এমনিতেই শুনতে পারবেন। চেষ্টা করুন।
"পেয়ার তো হোনা হি হে" ব্যান্ড সুরুর
"পেয়ার নেহি হোগা কাভি.." এই গানের নাই
আমি সাইট টি তে ঢুকতে পারছি না। " Host '210-37-13-69.cust.propagation.net' is blocked because of many connection errors; unblock with 'mysqladmin flush-hosts' " এই ম্যাসেজ দেখাচ্ছে। কেন?
স্বপ্নবাজ,
আপনার সমস্যা টা ধরতে পারছি না। আমি দু:খিত। আপনি যদি একান্তই শুনতে চান তাহলে www.dishant.com এ গিয়ে বাংলা গান বিভাগে অখিলবন্ধুর এ গানটা পাবেন। আমি সত্যিই দু:খিত। ভালো থাকবেন।
তোমার জন্য। অর্ণব এবং আনুশেহ্ । "হোক কলরব" অ্যালবামে অর্ণব প্রথম এই গানটা গেয়েছিল। হঠাৎ, কালকে অর্ণবের গলাতেই ওই একি গানের কিছুটা রিমিক্স ভার্সন শুনলাম। বেশ ভালো লাগল।:-?
তোমার জন্য। অর্ণব এবং আনুশেহ্ । "হোক কলরব" অ্যালবামে অর্ণব প্রথম এই গানটা গেয়েছিল। হঠাৎ, কালকে অর্ণবের গলাতেই ওই একি গানের কিছুটা রিমিক্স ভার্সন শুনলাম। বেশ ভালো লাগল।:-?
লিংকের গানটা ডাউনলোড করলাম। এটা তো আগের টাই। রিমিক্স কিছু তো খুজে পেলাম না।:(
লিংকের গানটা ডাউনলোড করলাম। এটা তো আগের টাই। রিমিক্স কিছু তো খুজে পেলাম না।:(
আপনি তাহলে প্রথমেই রিমিক্স ভার্সন শুনেছিলেন।;D আগেরটাতে তো আনুশেহ ছিল না।[-X
আপাতত, "তুমি ভরেছ এই মন এক নিঝুম অরণ্যে"। দিন রাত চব্বিশ ঘন্টা।
দু সপ্তাহ আগে একই স্টাইলে শুনতাম, "এই কি বেশি না"।
একমাস আগে "মেয়ে, তুমি এখনও আমায় বন্ধু ভাবো কি"।
...
গানের কোন ডাউনলোড লিংক দিলেন না, কার গান এতা বল্লেন না... ভারী অন্যায় কিন্তb-(ু। এই ভাবে একা একা শুনবেন তা হবে না[-X।
কোনটার ডাউনলোড লিংক চান?
এর মধ্যে একটা আছে এখনও রিলিজ হয় নাই।
দু সপ্তাহ আগে একই স্টাইলে শুনতাম, "এই কি বেশি না"।
...
ইয়াত্রির এই গানটা শুনে দেখতে পারো।:-?
লিঙ্ক কাজ না করলে:rolleyes: : ক্লিক @ দ্বিতীয় গান
হঠাৎ সেদিন একটি বাংলা ব্লগে গানটার লিরিকস্ চোখে পড়ল। এরপর থেকেই শুনছি।
গায়কঃ অর্ণব
লিরিকঃ
চিলতে রোদে পাখনা ডোবায়
মুচকী হাসে শহরতলী
রোজ সকালে পড়ছে মনে
এই কথাটা কেমনে বলি?বালিশ চাদর এপাশ ওপাশ
একটুখানি গড়িয়ে নেওয়া,
আলতো ঘুমেই দুঃখটাকে খানিক সুখের প্রলেপ দেওয়া।।মাঝদুপুরে হঠাত সেদিন আচমকা সব পড়লো মনে
ব্যস্ত শহর ভিড় জমালো
তাক বুঝে ঠিক ফেললো কোনে।রেতের বেলা একলা এখন জিড়োচ্ছে সব শহরতলী
চোখ দু'টো খুব পড়ছে মনে
এই কথাটা ক্যামনে বলি...।।
"ঝালমুড়ি" নামের একটি অ্যালবামের গান। অর্ণবের সুর করা। বেশ ভালোই লাগছে।
আমি সাইট টি তে ঢুকতে পারছি না। " Host '210-37-13-69.cust.propagation.net' is blocked because of many connection errors; unblock with 'mysqladmin flush-hosts' " এই ম্যাসেজ দেখাচ্ছে। কেন?
আমারো একই সমস্যা.....--(
"ঝালমুড়ি" নামের একটি অ্যালবামের গান। অর্ণবের সুর করা। বেশ ভালোই লাগছে।
ঝালমুড়ি অ্যালবামের "প্রজাপতি" আর "দূর থেকে" গান দুটি ভাল লেগেছে।
ঝালমুড়ি অ্যালবামের "প্রজাপতি" আর "দূর থেকে" গান দুটি ভাল লেগেছে।
আমার ভালো লেগেছে "বৃত্তের বাইরে", "একটি ছেলে" & "ঘুমিয়ে থাকাই ভালো"। কিন্তু, হঠাৎ গতকাল "কতদূর" গানটা জাতীয় সংগীতের মত শুনতে শুরু করেছি।:-?
আলোকিত লিখেছেন:ঝালমুড়ি অ্যালবামের "প্রজাপতি" আর "দূর থেকে" গান দুটি ভাল লেগেছে।
আমার ভালো লেগেছে "বৃত্তের বাইরে", "একটি ছেলে" & "ঘুমিয়ে থাকাই ভালো"। কিন্তু, হঠাৎ গতকাল "কতদূর" গানটা জাতীয় সংগীতের মত শুনতে শুরু করেছি।:-?
ঘুমিয়ে থাকাই ভালো তে তো আআআআ-ওওওওও করতে করতেই শেষ করে দেয় গান গাবে কখন
বৃত্তের বাইরের-র কথাগুলো কেমন যেন অর্থহীন। "আমি ভালবাসবো তোমায়, আমি জ্বালাবো তোমায়"-এর মানে কি? গায়ে আগুন জ্বালিয়ে দিয়ে ভালবাসবে?
প্রজন্ম ফোরাম » সাহিত্য-সংস্কৃতি » সঙ্গীত » এখন যা শুনছি
০.১৩৫৩১১৮৪১৯৬৪৭২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৫৬.১০১৪০৩১৪৫৮৬৩ টি কোয়েরী চলেছে