৪১

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৪২

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৪৩

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৪৪

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৪৫

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৪৬

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

ভাই আমি HTC Desire HD Use করি। ফুল Specification নিচে দিলাম
HTC Desire HD
General    2G Network    GSM 850 / 900 / 1800 / 1900
3G Network    HSDPA 900 / 2100
    HSDPA 850 / 1900 - North America
Announced    2010, September
Status    Available. Released 2010, October
Size    Dimensions    123 x 68 x 11.8 mm
Weight    164 g
Display    Type    LCD capacitive touchscreen, 16M colors
Size    480 x 800 pixels, 4.3 inches
    - Gorilla Glass display
- Accelerometer sensor for UI auto-rotate
- Proximity sensor for auto turn-off
- HTC Sense UI
- Multi-touch input method
Sound    Alert types    Vibration, MP3, WAV ringtones
Loudspeaker     Yes
3.5mm jack     Yes, check quality
    - Dolby Mobile and SRS sound enhancement
Memory    Phonebook    Practically unlimited entries and fields, Photocall
Call records    Practically unlimited
Internal    1.5 GB; 768 MB RAM
Card slot    microSD, up to 32GB, 8GB included, buy memory
Data    GPRS    Class 32
EDGE    Class 32
3G    HSDPA 7.2/14.4 Mbps; HSUPA 2/5.76 Mbps (carrier dependent)
WLAN    Wi-Fi 802.11 b/g/n, DLNA, Wi-Fi hotspot
Bluetooth    Yes v2.1 with A2DP
Infrared port    No
USB    Yes, microUSB v2.0
Camera    Primary    8 MP, 3264x2448 pixels, autofocus, dual-LED flash, check quality
Features    Geo-tagging, face detection
Video    Yes, 720p
Secondary    No
Features    OS    Android OS, v2.2 (Froyo), upgradable to v2.3
CPU    1 GHz Scorpion processor, Adreno 205 GPU, Qualcomm MSM8255 Snapdragon
Messaging    SMS(threaded view), MMS, Email, Push Email, IM
Browser    HTML
Radio    Stereo FM radio with RDS
Games    Yes
Colors    Black, Brown
GPS    Yes, with A-GPS support
Java    Yes, via Java MIDP emulator
    - Digital compass
- Dedicated search key
- Google Search, Maps, Gmail
- YouTube, Google Talk, Picasa integration
- MP3/AAC+/WAV/WMA9 player
- DivX/Xvid/MP4/H.263/H.264/WMV9/player
- Facebook, Twitter applications
- Adobe Flash 10.1
- Voice memo
- Predictive text input
Battery         Standard battery, Li-Ion 1230 mAh
Stand-by    Up to 490 h (2G) / Up to 420 h (3G)
Talk time    Up to 9 h 15 min (2G) / Up to 5 h 30 min (3G)

battery life 1 day on moderate use. জটিল একটা জিনিস।

৪৭

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

আচ্ছা, একটা ছোট্ট প্রশ্ন, ধরা যাক, কোন এন্ড্রয়েডে যদি ইউজার এভেইলএবল র্যাম যদি ১৫০মেগা হয়, সেক্ষেত্রে মোটামুটি ইউজের জন্য ফোনটি কি স্লো হয়ে যেতে পারে ? ৩/৪টা এ্যাপ, একসাথে হয়তো বড়জোর ৩/৪টা এ্যাপস চালু থাকবে। তাতে কি রকম র্যাম দরকার হতে পারে  ?

৪৮

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৪৯

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

মেহেদী ভাইকে অসাধারন লেখার জন্য প্রথমে ই ধন্যবাদ দিতে চাই...তারপর লেখাটুকু পড়তে চাই

৫০

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৫১

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

কবে যে কিনব  sad
নেটবুক না কিনে এটাই কিনব নাকি চিন্তা করতাছি  sad

৫২

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

এবার আমি কিছু শেয়ার করি। যে গুলো আমি ব্যবহার করছি
Taskillerঃ রানিং এ্যপস গুলো একসাথে র্যাম হতে সরিয়া নেওয়ার  জন্য।
adfree: রুট করা থাকতে হবে । এর কাজটা কি মনে হয় নাম পড়েই বুঝতে পেরেছেন। এ্যপস সাথে প্রর্দশিত এ্যাড কে বাদ দেওয়ার জন্য।
advance task killer: ব্যাকএন্ডে চলা সকল সার্ভিস এ্যপস গুলো কে বন্ধ রাখতে অত্যান্ত কার্যকর।
aljazeera liveঃ জনপ্রিয় আল জাজিরা টিভির এরাবিক এবং ইংরেজী লাইভ কাস্ট দেখার জন্য এটি।
AVG antivirus: কিচ্ছু বলার নাই , বুঝে নেন।
barcade scanner:  বারকোড স্ক্যান করার জন্য। এটি QR বার কোড ও সাপোর্ট করে এবং সেই সাথে উক্ত কোডের পন্য টি অনলাইনে খুজে বের করার কাজটিও করে দিতে পারে।
camcard: ভিজিটিং কার্ড হতে স্ক্যান করে মোবাইলের এড্রেসবুকে যুক্ত করা জন্য। প্রথম ১০ টি কার্ড ফ্রী এবং এর পর প্রতি সপ্তাহে ২টি করে স্ক্যান করার সুযোগ দেয়। রেগুলার সাভির্স এর জন্য ক্রয় করে নিতে হবে।
Bluetooth file transfer: ব্যবহার করেই দেখুন , মনে হবে যেন windows এর explorer ব্যবরহার করে ফাইল কপি করছেন।
XE currency: বর্তমান বিশ্বের মুদ্রার মূল্য দেখতে ব্যবহার করুন। দেশ সিলেক্ট করে কেবল একাট ঝাকি মারলেই রেজাল্ট সামনে চলে আসে।
documents to go: অফিস ফাইল গুলো রিড করার জন্য ।
emulator ROMS: মার্কেট পাবেন কি না জানি না। আমি এটি কালেকশন করে ছিলাম চাইনিজ একটা সাইট হতে।
আর্কেড প্রিয় সকলেরই এটা পছন্দ না হয়ে পারে না। আটারি হতে সনি পিস এস টু এর রম পর্যন্ত সাপোর্ট করে । আর রম গুলোর সরাসরি ডাউনলোডের ব্যবস্থা আছে। কনট্রা, মারিও , আউটরান, রাইয়ান, পানিস্বর, স্ট্রীট ফাইটার সহ হাজার খানেক গেইম এর গোডাউন বলা যেতে পারে।
file expert :  রম এবং মেমরীকার্ড explorer করা জন্য। কাজের জিনিস হল এটা নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটারের শেয়ার করা ড্রাইব বা ফোল্ডার ও  explorer করা যায়।
ginger break: আপনার ফোনটা কে রুট করার জন্য। আমার ও এস ভার্সণ হল ২.২ তে কাজ করে ।
kayak: অনলাইনে এয়ার, হোটেল , কার ইত্যাদি বুকিং করার জন্য।
Linux commands : নিনাক্স এর বিশাল কমান্ড লিস্ট মনে থাকে না। ব্যভহার করুন এটি।
locus free: অফলাইনে ম্যাপ ডাউন লোড করার সুবিধা সম্বলিত চমৎকার একটি জি পি এস নেভিগেটর এ্যপস। road tracker অপশন থাকায় আপনি রোড রেকর্ড করে রাখতে পারেন । তাছাড় রয়েছে স্পীড মনিটরিং। ফ্রীতে এরচাইতে আর বেশী কি আশা করা যায়।
yahoo messenger: নতুন করে কিচ্ছু বলার নাই। তবে ভয়েস এবং webcam ফ্যাসিলিটির জন্য এর প্লাসইনটি আলেদা করে ডাউনলোড করে নিতে হবে। একই কথা ইয়াহু মেইল সার্ভিসের বেলায়ও।
prayer time pro: হিজরী ক্যালেন্ডারসহ নামাজের টাইম জেনে নেওয়ার কার্যকর একটা এ্যপস। সাথে রয়েছে কেবলা ক্যাম্পাস অপশন এবং ইসলামিক বিশেষ দিনগুলোর তালিকা।
realplayer: নতুন করে বলার কিছু নাই।
rom manager: আপনার বর্তমান ও এস এর ব্যাকআপ এবং রিস্টোর করতে কিংবা মেমরী কার্ড হতে ভিন্ন ভার্সনের ও এস লোড করে এটা ব্যবহার করতে পারেন। তবে রুট করা থাকতে হবে।
আমি নিজে এটা ব্যবহার করতে যেয়ে বেশ কিছু সমস্যার সম্মূখীন হয়েছি, তাই যা করার নিজ দায়িত্বে করুন। আমার দোষ দিতে পারবেন, আমি নিরীহ টাইপের মানুষ।
screenshot: আপনার ফোনের স্ক্রীণ হতে সট নিয়ে ইমেজ ফাইল আকারে সেইভ করার জন্য। রুট করা থাকতে হবে।
skype: ক্লীয়ার ভযেস কোয়ালিটিসহ চ্যাট করার অন্যতম এ্যপস। এর বেশী কিছু বলার প্রয়োজন মনে করলাম না।
I Quran: ইন্সটল করে সূরা গুলোর অডিও ফাইলগুলোও প্রতিদিন অল্প অল্প করে ডাইন লোড করে নিন। একসাথে সব করতে দিবে না। তবে ৫ বা ৬ দিনের ভিতরে আপনি সবগুলো ডাউনলোড করে নিতে পারবেন। অডিও ফাইল সহ প্রায় ৫০০ এম বি স্পেস নিতে পারে। কুরআনের বিশুদ্ধ উচ্চারণ জেনে নিতে এটি একটি অদ্বিতীয় এ্যপস।
smartFlash: আপনার সেট এ ফ্ল্যাশ প্লেয়ার সাপোর্ট করে না, এটি সেটআপ করনে নিন। ব্রাউজারের কোন পেজেই ফ্ল্যাশ কনটেন ( ভিডিও অনলি) থাকলেই হল আপনার ডিফল্ট ইউটিইব এ্যপস দিয়ে সেটি চালু হয়ে যাবে।
sms backup & restore: বুঝতেই পারছেন এটা দিয়া করা করা যাবে। চাইলে ব্যাকআপ করে মেইলেও সেন্ড করে নিতে পারবেন।
spb tv: সারা বিশ্বের শ খানেক লাইভ টিভির দেখার জন্য।
Tape-a-talk:  সিডি কোয়ালিটি সাউন্ড রেকডিং করার জন্য।
titanium backup: রম বা মেমরী কার্ড হতে ইন্সটল করা এ্যপস এর ব্যবআপ বা আনইন্সটল করার জন্য। রুট করা থাকতে হবে।
tubemate: তুমিচোঙ্গা ( youtube) হতে দ্রুত ডাউনলোড করার সবচাইতে কার্যকর একখান এ্যপস। তবে আমার নতুন রাউটারের( linksys E3000) দিয়ে ডাউনলোড হয় , যার ফলে আমাকে শুধু ডাউনলোড করার জন্য আরেকটি রাউটার ( Aztech HW550-3G) বসাতে হয়েছে।

আরো কিছু আছে, কিন্তু টাইপ করতে করতে হাত ব্যাথা করছে ।

microqatar'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

৫৩

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

কেবলই দুইটা অ্যাপ ইন্সটল করলাম

Tesla: ওপেন সোর্স একটা অ্যাপ্লিকেশন। উবুন্টু'র বিভিন্ন মিডিয়া প্লেয়ার গুলাকে কন্ট্রোল করার একটা অ্যাপ। SSH দিয়ে সার্ভারে কানেক্ট করে। আমার উবুন্টু মেশিনে OpenSSH সার্ভার ইন্সটল করে চালু করলাম এবং Tesla দিয়ে কানেক্ট করে মিডিয়া প্লেয়ার গুলাকে নিয়ন্ত্রণ করছি big_smile

AndroidVNC: এইটা একটা VNC ক্লায়েন্ট। উবুন্টু মেশিনে VNC সার্ভার স্টার্ট করে AndroidVNC দিয়ে কানেক্ট করলাম। পুরা গ্রাফিকাল ডেস্কটপ আমার Android এ big_smile

৫৪

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

কাটার ভাইকে থ্যাংকস!! তারেক ভাইও চমৎকার একটা সল্যুশন দিসেন দেখা যায়। আমি উইন্ডোজের জন্য একটা পেয়েছি, আপনি লিনাক্সের জন্য বের করে এনেছেন ।

একটু আগে ক্যামেরার কিছু এ্যাপস গুতালাম, Camera360 টা অসাধারন লাগলো। কালকে ফিল্ড টেস্ট করে ভাল বুঝতে পারবো।  big_smile

অটঃ
টপিক পুরাই জমে উঠেছে দেখা যায়।  big_smile

৫৫

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

এন্ড্রয়েড বিষয়ক বাংলা ব্লগ দেখুন, android.aakhlak.com
ব্লগটি নবীন হলেও পর্যায়ক্রমে এখানে এন্ড্রয়েড বিষয়ক সবকিছু নিয়েই লিখা হবে।

৫৬

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

আমার ফোনে link2sd  কাজ করে না। SD কার্ডে  একটা ফ্যাট, একটা ইএক্সটি৩ এবং ৬৫মেগার সোয়াপ বানিয়েছি, কিন্তু link2sd ইএক্সটি পার্টিশন মাউন্ট করতে পারছে না, স্ক্রিপ্ট এরর দেয়। sad কি উপায় ?
Version: 2.3.3

৫৭

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

৫৮ সর্বশেষ সম্পাদনা করেছেন dhruba (১৯-০৮-২০১১ ০১:০১)

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

আর সোয়াপ মেমরির মনে হয় কোন দরকার নেই। শুধু দুইটা প্রাইমারি পার্টিশন একটা ফ্যাট৩২ আর একটা ext2. বাংলাদেশে তো বেশিরভাগই চায়নিজ মেমরি কার্ড। ext3 আশা না করাই ভাল।

সম্পাদনাঃ ভাল কথা, রিসেট করেছেন তো মেমরি কার্ড ইনসার্ট করার পরে?

৫৯

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

দুঃখিত দেরী হলো উত্তর দিতে।

আমার মেমোরী কার্ড হচ্ছে Sandisk এর ২গিগা। এটাকে Ext2/3/4এবং Fat32 সবগুলো সিস্টেমেই সেকেন্ড পার্টিশন করেছি। শুধুমাত্র Fat32 তে নিয়েছে, কিন্তু রিস্টার্ট করার পর আবারো স্ক্রিপ্ট মাউন্ট করতে বলে। তারপর রিস্টার্ট হয়ে যায় নিজেই। আর যেসব এ্যাপস আছে, সেগুলো বলে যে অলরেডী SD কার্ডেই আছে, লিংক সম্ভব না।

ধ্রুব ভাই, ফোন তো রিসেট করি নাই। শুধু মেমোরী কার্ডের ব্যাকআপ নিয়ে ওটা ফ্রেশ পার্টিশন করেছি। তারপর ফ্যটপার্টিশনে আবার কপি করে এনেছি। আপনি যদি একটু ডিটেইল বলতেন, কিভাবে কি করবো, তাহলে বোধহয় ভাল হতো। ফোনে এখন যা কিছু আছে সেটা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই।  ওয়াইফাই আর বেশীরভাগ সফটয়্যার এর apk ব্যাকআপ করাই আছে। আপনি স্টেপ বাই স্টেপ লিখে একটা টপিক দিলে আরো বেটার হতো।

৬০

Re: আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি

ফোন মেমোরী বাড়ানোর উপায় কি? thinking