টপিকঃ আসুন এন্ড্রয়েড অ্যাপ্লিকেশন/অভিজ্ঞতা/টিপস শেয়ার করি
আশাকরি এইটা এন্ড্রয়েড নিয়ে একটা মেগা থ্রেড হবে। এই টপিকে আমরা এন্ড্রয়েড নিয়ে সবকিছু শেয়ার করব।
উদ্দেশ্য হচ্ছেঃ
লেটেস্ট সব সেরা অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানা এবং জানানো
অ্যান্ড্রয়েড টিপস/টুইকস শেয়ার
মজার গেম শেয়ার করা
এবং এন্ড্রয়েড সম্বন্ধে সবকিছ
আমার ডিভাইসঃ
স্যামসাং গালাক্সী মিনি (পপ) - S5570
এন্ড্রয়েড ভার্সনঃ ২.২.১
কার্নেলঃ 2.6.32.9-perf
বিল্ড নাম্বারঃ FROYO.DDKC1
আমি আপাতত যে সব অ্যাপ্লিকেশন ব্যবহার করছিঃ
Android Booster FREE - অ্যান্ড্রয়েড অপটিমাইজার। ব্যাটারী কম ইউসেজ এর জন্য
Google Translate
AppBrain App Market - অানঅফিসিয়াল অ্যান্ড্রয়েড মার্কেটপ্লেস
Last.fm - অডিও স্ক্রবলার
Google Reader - ফিড রিডার
TuneIn Radio - ইন্টারনেট রেডিও প্লেয়ার
AndRecorder - অডিও রেকর্ডার
ColorDict Dictionary ডিকশনারী। ব্যাবহার করে দেখিনি, অফলাইনেও নাকি ব্যবহার করা যায়
Translate গুগল ট্রান্সলেট
Dictionary.com অনলাইন ডিকশনারী
OMG! Ubuntu! OMG! Ubuntu! সাইটের অ্যান্ড্রয়েড অ্যাপ
Barcode Scanner
facebox মানুষের মুখ বাকা,ট্যারা করার জন্য
Panoramio Uploader
Adobe Photoshop Express অ্যাডোবের সিম্পল ইমেজ এডিটর
Androidify এন্ড্রয়েডের কার্টুন বানানোর জন্য
Google Voice
Chess দাবার গেম
YouTube
Google Maps
PicMe (Screen Grabber)
AutoCallRecorder কল রেকর্ডার
Meebo IM মাল্টি মেসেঞ্জার
Foursquare
aDownloader টরেন্ট ডাউনলোডার
AndExplorer রুট ফাইল ম্যানেজার
Type Fresh ফন্ট ইন্সটলার
Opera Mini
Opera Mobile
Call Control কল ব্লক লিস্ট ম্যানেজার (ডেমো মোড)
Call Blocker একটু আগেই ইন্সটল করলাম। ইউজ করি নাই NetQin Mobile Inc. এর অ্যাপ গুলা ভালোই মনে হচ্ছে
Super Task Killer 2011 এটাও একটু আগেই ইন্সটল করা
Taskos To Do List - টুডু লিস্ট ম্যানেজার
iMapMyRUN Run GPS Running Jog - জিপিএস রান ট্র্যাকার
ASTRO File Manager ফাইল ম্যানেজার
Mayabi Bangla Keyboard এখনো ব্যবহার করি নাই
Facebook for Android
স্মার্টফোন গুলার অসুবিধা হচ্ছে ব্যাটারীর চার্জ প্রচুর পরিমানে যায়। এই জন্য আমি ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, ৩জি সহ সবকিছু অফ করে রেখেছি। অটো সিন্ক্রোনাইজেশন টাও অাপাতত অফ। ব্যাকগ্রাউন্ডে যেসব অ্যাপ্লিকেশন চলছে, সেইগুলার উপর নজর রাখছি। দরকারী না হইলেই খড়গ হস্তে চড়াও
আপাতত এইটুকুই। পরে হয়তো আর বিস্তারিত বলা যাবে। এন্ড্রয়েড ইউজাররা শেয়ার করুন