Re: পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
লিস্টে আমার নাম না দেখে খারাপ লাগল ।
সারা পৃথিবী আমার, যেখানে দরকার সেখানে যাব,
যা প্রয়োজন তাই নেব,জাতি,ধর্ম ,বর্ণ, গোত্র,নির্বিশেষে মানুষের কল্যাণ করব ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
লিস্টে আমার নাম না দেখে খারাপ লাগল ।
সোজা কঠিন জিনিসটা আপেক্ষিক, উইন্ডোজ শুরু থেকে ব্যাবহার করার সুবাদে লিনাক্স কঠিন মনে হতে পারে, আবার যারা লিনাক্স শিখে অনেকদিন পার করে ফেলেছেন তাদের উইন্ডোজে ব্যাপক সমস্যা হয় এতে কোন সন্দেহ নাই
আমি পেন ড্রাইভ লাগানোর ক্ষেত্রে লিনাক্সে ওপেন করি। অন্তত অটোরান থেকে বাঁচা যায়। এতো জায়গায় ওপেন সোর্সের প্রচলন জেনে ভালো লাগলো। শেয়ারের জন্য ধন্যবাদ
লিস্টের অনেকেই লিনাক্স থেকে আবার উইন্ডোজে ফেরত আসতেছে মনে হইল। মাইক্রসফটের হাত বেশ লম্বা মনে হইতেছে।
কেউ উইন্ডোজ ছেড়ে লিনাক্সে যাচ্ছে।
কেউ উইন্ডোজে থেকে লিনাক্সে থাকছে।
কেউ উইন্ডোজের মধ্যে লিনাক্স চালাচ্ছে।
কিন্তু লিনাক্স ছেড়ে উইন্ডোজে ফিরছে না কেউ।
উবুন্টু ইউস করতে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলেছিলাম
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » পৃথিবীতে কারা কারা লিনাক্স ব্যবহার করেন
০.০৪৭৬৩৬০৩২১০৪৪৯২ সেকেন্ডে তৈরী হয়েছে, ৬১.৬৮৮৬৬৪৬৬৪৬৬৫ টি কোয়েরী চলেছে