টপিকঃ প্রজুক্তি ও পুজিবাজার
গতবছর মারুফ ভাই এর পিরাপিরিতে সোনালির মাদ্ধমে হাজার দশেক ডলার পাঠিয়ে কিনেছিলাম কিছু শেয়ার ঢাকাই। বছর শেষ হবার আগেই মারুফ ভাই জানালেন ৪ হাজার ডলার লাভ হয়েছে । টাকাটা তুলে করবানি দিলাম, জানিনা কবুল হল কিনা।
আমিও আকৃষ্ট হলাম শেয়ার বাজার এর প্রতি এবং বাজার পরতে থাকল। ঢাকাবাসী অনেক বন্ধু পুজি হারাল। প্রজন্ম ডট কম, ঢাকার কিছু যুবকদের ফোরাম www.chartsonly.freeforums.org এবং কয়েকটি ফেসবুক থেকে টেকনিক্যাল এনালাইসিস এর হাতে খরি নিলাম। সবার মতো পুজি হারাতে হয়নাই আমাকে। এখনও লাভের মুখ দেখি।
প্রজন্ম এবং প্রজুক্তি কে ধন্নবাদ।