২১

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

lol2 lol2 lol2 lol2

আল্লাহ আপনি মহান

২২

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

মেরাজ০৭ লিখেছেন:

ইংলিশ ছবিতে তো দেখেছেন কেমনে নায়ক বাইক ট্রাকের নিচ দিয়া পিছলায়া নিয়া যায়।এদিকে নায়ক এখন বাইক না পায়া ঘোড়া লইয়া ভিলেনের তাড়া করছে। কিন্তু সেই সিম্বোলিক শট তো নিতেই হবে। হোকনা সেটা ঘোড়া। নায়ক ঘোড়ারেই পিছলায়া ট্রাকের নিচে দিয়ে লইসে।

আরেকটু হইলে গেছিলো আর কি সেই ঐতিহাসিক সিম্বোলিক শট নিতে গিয়া  dontsee

২৩

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

lol2 lol2 lol2 lol2 lol2

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের নিমন্ত্রণ।

২৪

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

ধুর এইটা একটা ব্যপার হইল  big_smile

তল দিয়া উট নিতে পারলে না হয় একটা কথা হইত

নিবন্ধিতঃ১১/০৩/২০০৯ ,নিয়মিতঃ১০/০৩/২০১১, প্রজন্মনুরাগীঃ১৯/০৫/২০১১ ,প্রজন্মাসক্তঃ২৬/০৯/২০১১,
পাঁড়ফোরামিকঃ২২/০৩/২০১২, প্রজন্ম গুরুঃ০৯/০৪/২০১২ ,পাঁড়-প্রাজন্মিকঃ২৭/০৮/২০১২,প্রজন্মাচার্যঃ০৪/০৩/২০১৪।
প্রেম দাও ,নাইলে বিষ দাও

২৫

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

মজা পেলুম । tongue  lol2 lol2

© ORIGINAL PROFILE by Tauki Tahmid
▌││ │▌▌▌▌ ║││▌ ││▌▌│®
█║¢σρчяigнт © 1993 - till End of my life.. ᵀᴴᴱ ᴼᴿᴵᴳᴵᴻᴬᴸ ®™ >FLICKR> Soundcloud

২৬

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

HaanZ লিখেছেন:

মজা পেলুম । tongue  lol2 lol2

ভাই এত পুরান টপিকে মজা পেয়ে কমেন্ট করলে কিন্ত ডেড মামা রাগ করব wink

২৭

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

lol2 lol2 lol2 lol2 lol2 lol2 lol2 neutral neutral neutral neutral

roll

২৮

Re: ঘোড়ায় চড়িয়া মর্দ তলে দিয়া গেল!

এই সিন টা স্যুট করা হয়েছে একটা কার্পেটের উপর। যার উপর রাস্তার মত ডিজাইন। ট্রাক স্থির ছিল। ঘোড়া সহ চুপার হিরুকে কারপেট সহ টেনে অন্য পাসে সরিয়ে নেয়া হয়েছে।  ঘোড়ার পা না বাধলে বেচারা উঠে দাঁড়ানোর চেস্টা করত। সেটা ঠিক ট্রাকের নিচে হলে হিরু অক্কা পাইবার চান্স আছিল tongue কিন্তু গোড়া স্টিলের হয় না, হয় চামড়ার। সেটা রাস্তায় স্লাইড করার অনুপযোগী। সো সট টা ফানি হয়ে গেছে । যদি ঘোড়া এক লাফে পার হয়ে যেত তবে আরো অনেক ভালো হত। এটা পুরাই গাঁজাখুরি হয়ে গেছে।

আমি কখনো তামিল ছবি ভুলেও দেখি না। দেখলে মেন্টাল পেসেন্ট হবার সমুহ সম্ভাবনা আছে  donttell

এত পুরান টপিক বাম্প করায় দুঃখিত। হাসির বাক্সের জিনিষ। সিরিয়াস কিছু না যে বাম্প করলে কারো ক্ষতি হবে tongue

মুইছা দিলাম। আমি ভীত !!!

লেখাটি CC by 3.0 এর অধীনে প্রকাশিত