Re: ডিজিটাল বাংলাদেশ!!
আমাদের ভিসি স্যারকে কয়েকদিন আগে সুযোগ-সুবিধা সম্পর্কে কিছু অভিযোগ শোনানোর পর তিনি বলেছিলেন, তোমরা এখন যে সুযোগ-সুবিধা পাও, তার কোন কিছুই তো আমরা আমাদের ছাত্রাবস্থায় পাইনি। তোমরা সুন্দর বিল্ডিংএ ক্লাস করো, এসিরুমে থাকো ইত্যাদি ইত্যাদি যা আমরা পাইনি। অতএব যা পাচ্ছো তা নিয়ে আপাতত চলতে থাকো, বাকিগুলো আস্তে আস্তে ঠিক হবে।
তার মতো করে বলতে হয়, আমরা এখন যে বিদ্যুত পাচ্ছি তা ১০০ বছর আগের লোকেরা তো পেতো না। হারিকেনই ছিলো তাদের একমাত্র ভরসা। আমাদের যা আছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এই ভেবে যে আগের লোকেরা এতটুকুও পায়নি।
আমরা কারেন্ট ছাড়াই ডিজিটাল বাংলাদেশ গড়ব। যদিও ডিজিটের মূল উপাদান কারেন্ট, আমরা না হয় নতুন কোন উপায়ে ডিজিট তৈরি করা শিখবো। আমি শিওর শেখ হাসিনার সরকার এ ব্যাপারে প্ল্যান করছেন।
সহমত