টপিকঃ লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

জানতে পারলাম Apple Mac OS X, FreeBSD , m0n0wall, The NetBSD Project, The OpenBSD Project, OpenDarwin, PC-BSD, MidnightBSD ওএসগুলো ইউনিক্স বেইজড এবং প্রায় সকল লিনাক্স এ্যাপলিকেশন এতে চলে। তাহলে লিনাক্স এবং ইউনিক্স এর মধ্যে পার্থক্য কী?
যেহেতু Apple Mac OS X এবং FreeBSD উভয়ই ইউনিক্স বেইজড তাহলে কি ম্যাক'র সফটওয়ারগুলো FreeBSDতে ব্যবহার করা যাবে?

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

উইন্ডোজ বাদে যত কার্ণেল আছে সবগুলার গোড়াই ইউনিক্স।
সফট হুবহু চালাতে পারবেন না। তবে সোর্স কম্পাইল করে চালানো যেতে পারে।

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

লিনাক্স খুবসম্ভবত সরাসরি উইনিক্স সিস্টেম না।
এপলের ম্যাক সরাসরি ইউনিক্স এর উপর তৈরী করা। কিন্তু লিনাক্স ইউনিক্স এর ক্লোন মিনিক্স থেকে তৈরী করা।

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

ওই হলো, সবগুলা ঘুরেফিরে সেই *nix এর প্রাজাতি।

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

একটা জিনিস কিন্তু অজানা থেকে গেল- লিনাক্স আর ইউনিক্স এর মধ্যে স্ট্রাকচারাল পার্থক্য কি?

সর্বশেষ সম্পাদনা করেছেন অলোক (০৩-০৫-২০১১ ১৯:৩৫)

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

Despise Wisdom

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

আচ্ছা তাহলে ইউনিক্সটা ওপেন সোর্স কেন ? আর ম্যাক ফ্রী না কেন ? angry

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

অনিরুদ্ধ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১০

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

১১

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

আচ্ছা ভাই, UNIX এর লাইসেন্স নাই? যেমন: BSD, Mozilla তারপর GPL টাইপ কিছু। যেহেতু কার্নেল, সোর্স কোড তো ছাড়তে হয়। স্পেশাল লাইসেন্স থাকার কথা।

অঃটঃ @মেহেদী ভাইঃ থ্রবিয়াম কুলুক্যেরামাইটোসিন মানে কি???

অনিরুদ্ধ'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

১২

Re: লিনাক্স এবং ইউনিক্স বেইজড ওএস কি একই?

ফরামিক ভাইয়াদের নিকট আমার প্রশ্ন হল,sun solaris তাইলে নিজেকে unix দাবি করে কেমনে??solaris তো free OS?? thinking thinking confused confused