Re: বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারী জরিপ ২০১১ চলছে
এখনও ইউজার সংখ্যা এত কম কেন?
(ওরে আমাদের মুজতবা ভাই ফিরেছে রে ... ) ... এটা সাধারন ব্যপার ... কারন সবাই এখনো উইন্ডোজ ব্যবহার করে পাইরেসী আছে না ???
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারী জরিপ ২০১১ চলছে
এখনও ইউজার সংখ্যা এত কম কেন?
(ওরে আমাদের মুজতবা ভাই ফিরেছে রে ... ) ... এটা সাধারন ব্যপার ... কারন সবাই এখনো উইন্ডোজ ব্যবহার করে পাইরেসী আছে না ???
bdlug বা বাংলাদেশ লিনাক্স ইউজারস্ গ্রুপ নামে একটা গ্রুপ ছিল। এর মেইলিং লিস্টে সদস্য সংখ্যা ৯২৩ দেখেছিলাম। ওনাদেরকে জানানো হয়েছে।
তাদের বেশিরভাগই খুব বিজি মানুষতো তাই এইসব সামান্য ব্যাপারে মাথা ঘামানোর প্রয়োজন মনে করেননি।
এছাড়া পরিচিত অফলাইন ব্যবহারকারীদের তথ্যগুলো অনলাইন ব্যবহারকারীগণ দিলে ডেটাবেজ আরো তথ্যসমৃদ্ধ হবে বলে মনে হয়।
উভয় জরিপে অংশ নিলাম।
ধন্যবাদ খবর জানাবার জন্য এবং জরিপের আয়োজন করার জন্য।
কিন্তু সারা দুনিয়ার জরিপে (http://counter.li.org) দেখা যাচ্ছে বাংলাদেশে সাকুল্যে ১৫১ জন লিনাক্স ইউজার আছে ! দঃখজনক।
টেকটিউনে দেখে রেজিষ্টেশন করেছিলাম। কিন্তু ইউজার এখনো বাড়ছে না কেন।
আমিও আছি আপনাদের দলে। পিছনে পড়লে একটু টান দিয়েন।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » অপারেটিং সিস্টেম » লিনাক্স » বাংলাদেশী লিনাক্স ব্যবহারকারী জরিপ ২০১১ চলছে
০.০৫৩৭২১১৮৯৪৯৮৯০১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৭.২৩৪৩০৯০০৫২৯৫ টি কোয়েরী চলেছে