টপিকঃ কমান্ড প্রম্পট ( XP এর Dos Mode) এ ম্যাসেজ পাঠান।
কমান্ড প্রম্পট ( XP এর Dos Mode) এ ম্যাসেজ পাঠান।
আপনার অফিস বা বাসায় যদি লোকাল নেটওর্য়াক করা থাকে , তাহলে এই নেটওর্য়াক ব্যবহার করে একজন অন্যজনকে ম্যাসেজ পাঠাতে পারবনে, তাও আবার Dos ব্যবহার করে।
click on Start then select Run And Type Cmd
এবার আপনার লোকাল নেটওর্য়াক এ কোন কোন কম্পিউটার , কি নামে সংযুক্ত আছে তা দেখার জন্য টাইপ করুন netview , এন্টার দিন । এখন নেটওয়ার্ক ভুক্ত কম্পিউটার গুলোর নাম প্রর্দশিত হবে।
ধরে লিলাম আপনার কম্পিউটার হতে micro নামক কম্পিউটারে ম্যাসেজ পাঠাবনে, তাহলে নিন্মের মতো কমান্ড টাইপ করে এন্টার দিন।
command+computer name+ message text
উদাহারন:
net send micro have a nice day
এখানে মাইক্রো এর পরির্বতে নেটওর্য়াকভূক্ত যে কোন কম্টিউটারের নাম ব্যবহার করতে পারবেন।
আর যদি নেটওর্য়াকভূক্ত সব কম্পিউটারকে ম্যাসেজ পাঠাতে চান তাহলে micro এর পরিবর্তে asterisk sign ( * ) ব্যবহার করুন।
যদি উপরে উল্লেখিত কমান্ড কাজ না করে তাহলে নিচের ধাপ গূলো অনুসরন করুন।
১। অবশ্যাই আপনার XP service pack 2 এর হতে হবে।
২। Right Click my Computer > Manage > Services And Application > Services > Messager > Startup type Change To Automatic.
click apply when completed then click start baton. After that click OK baton.