টপিকঃ একটা নতুন ধারণা...
আচ্ছা, আমার একটা প্রস্তাব: এলেবেলে নামে একটা বিভাগ খোলা যায় না? সহজ করে শ্লীলতা বজায় রেখে যার যা খুশি বলবে মানে যা কিছু বলতে মন চায় আর কি? আবার যে গুলি পোস্ট কোনো বিভাগেই যায় না সেগুলি অনায়াসে এখানে আসতে পারে...
একটু ভেবে দেখবেন কি? আ্যডমিন এবং সমন্বয়ক রা...
তৃষ্ণা হয়ে থাক কান্না-গভীর ঘুমে মাখা।