সর্বশেষ সম্পাদনা করেছেন রিপন মজুমদার (২৮-০৪-২০১১ ০৯:২৮)

টপিকঃ উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

ডেস্কটপ পিসিতে ডুয়েল বুটে পাইরেটেড এক্সপি'র সাথে উবুন্টু (১০.০৪) চালাই। এখন জেনুইন এক্সপি (ভিস্তা ডাউনগ্রেডেড টু এক্সপি প্রো) সেট-আপ দেবো।

দু'টি অপারেটিং সিষ্টেমেই গুরুত্বপূর্ণ ফাইল, ফোল্ডার ও সফটওয়্যার রয়েছে। এখন প্রশ্ন দু'টিঃ-

১। সবকিছু অক্ষত রেখে এক্সপি সেট-আপ দেয়া সম্ভব?
২। নাকি উবুন্টুও নতুন করে সেট-আপ দিতে হবে? (বড় সাধ করে সাজিয়েছিলাম উবুন্টু। নতুন করে সেট-আপ দিতে হলে আমার সর্বনাশ!)

যদি সম্ভব হয়, আপনাদের কাছে পরামর্শ চাইছি যে, কিভাবে কি করবো?

You'll never reach your destination if you stop and throw stones at every dog that barks.

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

উইন্ডোজের উপর উইন্ডোজ সেটাপ দিয়ে ফেলুন। ইন্সটল করার সময় অন্য ড্রাইভ এ হাত দিবেন না। ইন্সটল শেষে খালি উইন্ডোজ বুট হবে। তখন লাইভ সিডি থেকে চালু করে গ্রাব রিস্টোর করলেই চলবে।
সবশেষে উবুন্টুতে বুট করে একবার sudo update-grub চালাতে হবে।

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

আমি সমস্যতে পড়েছিলাম এবং খুব সাফল্যের সাথে আমার ৫০০ জিবি হার্ডডিস্ক কে ৩৯০ জিবি তে নামায় এনেছি । মানে বাকি ১১০ জিবি গায়েব । পরে আবিষ্কার করলাম RAM  এর জন্যে পিসিতে প্রব্লেম ছিল । দুই OS  এর জন্যে নয় । যাই হোক লিনাক্স ব্যবহার করার জন্যে আলাদা একটা হার্ড ডিস্ক কিনে নিবো ভাবছি ... নিজের ভুলে আর কোন দরকারী ফাইল হারাতে রাজী নই । তবে লিনাক্স ছড়ছি না ।

শ্রাবন'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

পারবেন । উবুন্টুর লাইভ সিডি টি কি আপনার কাছে আছে ? thinkingনা সেট আপ দিতে বলব না । তবে এক্সপির সি ড্রাইভটা শুধু যাবে  tongue। সোজা হিসাব লাইভ সিডী রান করে জিপার্টেড চালু করুন । এরপর হার্ডডিস্ক এর নাম (যেমনঃ toshiba 500gb sata) যেখানে লিখা আছে । ওটাতে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করুন । এরপর  use this device as boot এই টাইপের লেখা আছে । লেখাটা এক্সাক্ট লি মনে করতে পারছি না । এর পরে sudo update-grub. ব্যাস ওকে। smile

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

জানিনা ।বইলা  ..সসস

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

আপনাকে উবুন্টু আবার সেটআপ করতে হবে না। শুধু Grub loader টা দিয়ে দিন। (উইন্ডোজ দেওয়ার পর)

এই গরমে স্বাক্ষর আর কি দিমু........

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

সারিম ভাইয়ের নির্দেশনা অনুসরণ করুন। পরে উবুন্টুকে এমনিতেই বের করে আনা যাবে।

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?

একটু ঝামেলা আছে।

উবুন্টুর ৯.১০ এবং এর পরবর্তি উবুন্টুগুলো grub2 ব্যাবহার করে। আর পুর্বের গুলো grub1 বা grub legacy বলা হয়।
আপনার পিসিতে উবুন্টুর কোন ভার্সন আছে তা থেকে বুঝা যাবে আপনারটা grub2 নাকি grub1।

২ টার ক্ষেত্রে grub ইন্সটল করার পদ্ধতি আলাদা। তাছারা মনে করুন আপনার পিসিতে আছে grub1 আর আপনি live cd ব্যাবহার করছেন ৯.১০ বা তার পরবর্তি কোন উবুন্টু যেগুলোতে আছে grub2। তখন ঝামেলা হবে। এর উল্টোটা হলেও ঝামেলা আছে।

কাজেই আপনার GRUB ভার্শন কর তা দেখে নেবেন।
টার্মিনালে লিখুন

grub-install -v

১.৯৬ বা তার বেশি হলে এটা grub2। অন্যথায় grub1

পরান ভাইয়ের সমস্যা মনেহয় এইটাই ছিল

You Dont use windows.
    Windows Use you.
that's why i choose Linux ;-)

১০

Re: উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?