টপিকঃ উবুন্টু'র সাথে ডুয়েল বুটের চলা এক্সপি-কে পুনঃ সেট-আপ দিবো কিভাবে?
ডেস্কটপ পিসিতে ডুয়েল বুটে পাইরেটেড এক্সপি'র সাথে উবুন্টু (১০.০৪) চালাই। এখন জেনুইন এক্সপি (ভিস্তা ডাউনগ্রেডেড টু এক্সপি প্রো) সেট-আপ দেবো।
দু'টি অপারেটিং সিষ্টেমেই গুরুত্বপূর্ণ ফাইল, ফোল্ডার ও সফটওয়্যার রয়েছে। এখন প্রশ্ন দু'টিঃ-
১। সবকিছু অক্ষত রেখে এক্সপি সেট-আপ দেয়া সম্ভব?
২। নাকি উবুন্টুও নতুন করে সেট-আপ দিতে হবে? (বড় সাধ করে সাজিয়েছিলাম উবুন্টু। নতুন করে সেট-আপ দিতে হলে আমার সর্বনাশ!)
যদি সম্ভব হয়, আপনাদের কাছে পরামর্শ চাইছি যে, কিভাবে কি করবো?