টপিকঃ পাকিস্তানের কোচ বব উলমার আর নেই
ক্রিকেট মস্তিষ্ক খ্যাত ল্যাপটপ কোচ (পাকিস্তানের কোচ) বব উলমার আর নেই। বব কে রোববার জ্যামাইকার হোটেল রুম থেকে অজ্ঞান অবস্তায় পাওয়া যায়। পরে তাকে জ্যামাইকার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু ঘটে।
বিশ্ব ক্রিকেট একজন নক্ষত্রকে হারালো। প্রজন্ম ফোরাম এর পক্ষ থেকে আমরা শোক প্রকাশ করছি।
বিস্তারিত পড়ুন- http://content-www.cricinfo.com/wc2007/ … 85953.html