টপিকঃ ভিডিও পোস্ট: নীলিয়ার কাগজ প্রীতি
নীলিয়া'র বয়স তখন মাত্র ৪ মাস ২১ দিন। নিজে নিজে বসতে পারে না। আমি ওকে কিছু বালিশ দিয়ে দেয়ালে হেলান দিয়ে বসিয়ে রাখার চেষ্টা করলাম। ও থাকতে পারেনি, হেলে পড়ে গেল, তবে নিজের কাজ বন্ধ করে নাই .... ....
মূল ভিডিওটা ছিল ক্যামেরায় করা mp4 ভিডিও। বেশ ভাল রেজুলুশন (১২৮০*৭২০), এ্যাত ভাল যে আমার দূর্বল ডেস্কটপে চলে না - কারণ এতে সম্ভবত ৩০ ফ্রেম/সেকেন্ড, আর আমারটায় ২৫ এর বেশি চালাতে পারে না। অন্য শক্তিশালি কম্পিউটারে নিয়ে দেখতে হয়। তাও আবার উইন্ডোজে সাধারণ অবস্থায় চলে না, লিনাক্সে চালাতে হয় (হি হি)। কী আর করা এটাকে WinFF দিয়ে flvতে কনভার্ট করলাম (৩২০*২৪০), আর তারপর ইউটিউবে আপলোড করে রাখলাম। এতে পিসি নষ্ট হলেও ভিডিওগুলোকে বাঁচিয়ে রাখা যাবে।
মূল mp4 ভিডিওটা ৬০.১ মেগাবাইট, আর ইউটিউবে আপলোড করা flvটা ২.৪ মেগাবাইট। আস্তে আস্তে আরও ভিডিও আপ করবো। এতে দুরে ও বিদেশে থাকা আত্মীয়স্বজন ও বন্ধু সুহৃদ যাদের সাথে দেখা হয় না দীর্ঘদিন, তাঁরা অন্তত আমার মেয়েকে আরেকটু ভালভাবে চিনতে পারবেন।
[video (cant extract ID)]