টপিকঃ গেম ইনস্টলে সাহায্য চাই
আমার প্রিয় একটি গেম Command & Conquare Generals এর ডিভিডি সেদিন কিনে আনলাম।গেমটা আসলে দুই সিডির।দুটো সিডির ফাইলকে একটি ডিভিডিতে রাইট করা হয়েছে।ফলে একটি সিডির ফাইল ইনস্টল হওয়ার পর অপর সিডি চাচ্ছে কিন্তু ২য় সিডির ফাইলতো সেই একই ডিভিডিতে আছে।তাই গেমটি সেটআপ করা যাচ্ছে না।কেউ সমাধান জানেন নাকি?