টপিকঃ গেম ইনস্টলে সাহায্য চাই

আমার প্রিয় একটি গেম Command & Conquare Generals এর ডিভিডি সেদিন কিনে আনলাম।গেমটা আসলে দুই সিডির।দুটো সিডির ফাইলকে একটি ডিভিডিতে রাইট করা হয়েছে।ফলে একটি সিডির ফাইল ইনস্টল হওয়ার পর অপর সিডি চাচ্ছে কিন্তু ২য় সিডির ফাইলতো সেই একই ডিভিডিতে আছে।তাই গেমটি সেটআপ করা যাচ্ছে না।কেউ সমাধান জানেন নাকি?

Re: গেম ইনস্টলে সাহায্য চাই

গবেষনা করতে হবে মনে হচ্ছে।
ডিভিডির কন্টেন্টস কি?

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: গেম ইনস্টলে সাহায্য চাই

Re: গেম ইনস্টলে সাহায্য চাই

কন্টেন্টস মানে ফাইল লিস্টের কথা বলছিলাম।

শিপলু'এর ওয়েবসাইট

লেখাটি GPL v3 এর অধীনে প্রকাশিত

Re: গেম ইনস্টলে সাহায্য চাই

Re: গেম ইনস্টলে সাহায্য চাই

ভাই আপনি কি ক্র্যাক কপি করেছেন? না করে থাকলে ডিভিডীতে থাকা ক্র্যাক ফোল্ডারের ভিতরের ফাইল্টা কপি করে যেখান ইন্সটল করেছেন সেখান পেস্ট করুন। তখন আপানাকে বলবে এক্‌ই ফাইল সেখানে আছে। কিন্তু আপনি জাস্ট কন্টিনিউ করবেন।