Re: এই অনুষ্ঠান কি আপনার জন্য?
রাব্বি হোসেন লিখেছেন:আমার খুব ইচ্ছা থাকা সত্তেও আসতে পারব না
কারন, HSC পরীক্ষা৷কবে থেকে শুরু HSC
আপু পোস্ট তো করেছিলাম অনেক আগে, প্রায় ২৫ দিন আগে। যাই হোক পরীক্ষা থাকা অবস্থায়ও অবশ্য ঘুরে এসেছি অনুষ্ঠান থেকে।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » এই অনুষ্ঠান কি আপনার জন্য?
রাব্বি হোসেন লিখেছেন:আমার খুব ইচ্ছা থাকা সত্তেও আসতে পারব না
কারন, HSC পরীক্ষা৷কবে থেকে শুরু HSC
আপু পোস্ট তো করেছিলাম অনেক আগে, প্রায় ২৫ দিন আগে। যাই হোক পরীক্ষা থাকা অবস্থায়ও অবশ্য ঘুরে এসেছি অনুষ্ঠান থেকে।
সদস্য হব কিভাবে ফসবিডিতে?
আমার মতে ভাই একটু অপেক্ষা করেন FOSS BD একটু প্রতিষ্ঠিত হোক অনেক কিছু করা যাবে। আর তারাতারি চাইলে FOSS BD থেকে অনুষ্ঠানের আয়োজন করে ফেললে ভাল হয়।
শাহো এবং নূর আমাদের প্রতিষ্ঠানের নাম 'ফসবিডি' নয় "এফওএসএস বাংলাদেশ" কিংবা "ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ"। এটা একটু মনে রাখবে প্লিজ।
হুম ছবি দেখলাম, ভাল লাগল। গান গেয়েছে কে?
ধন্যবাদ। গানটি আমাদের এফওএসএস বাংলাদেশ এর প্রাতিষ্ঠানিক সংগীত এবং "পেঙ্গুইন মেলা - ২০১১ ঢাকা বিভাগ" এই আয়োজনে গানটি পরিবেশনা করেছেন: লোমানী জেবী জোয়ারদার এবং তমাল, গানের কথা: লোমানী জেবী জোয়ারদার, সুর করেছেন: রিং এবং সূর্য্য।
আর শেষের ছবিতে রিং ভাই এর সাথে উনি কে?
আমার সাথে এই ছবিটাতে দেখতে পাচ্ছেন আর সি মজুমদার অডিটোরিয়ামের কেয়ারটেকার কাম আমাদের অনুষ্ঠানে একান্ত সহকারী 'মামা' কে।
রিং ভাই আপনার সাথে কিছু কথা আছে । গোপালগঞ্জ ও শরিয়তপুরের ব্যাপারে। এছাড়াও আমাদের প্রতিষ্ঠানের ( বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর অধীনস্ত এন.এইচ.টি.টি.আই ) এর কম্পিঊটার শিক্ষক এবং শিক্ষার্থীরা লিনাক্স এর বিষয়ে ইন্টারেষ্টেড । কিন্তু আমি ইনণোভার্ট বইলা কোণ পদক্ষেপ নিতে পারতেছি না । হেল্প করলে বড়ই উপকৃত হব।
যে কোন ধরনের পরামর্শ লাগলে শুধু মুঠোফোনে কল দিও। ব্যস, আমি দিনক্ষন ঠিক করে হাজির হয়ে যাবো। উন্মুক্তসোর্স আর মুক্ত প্রযুক্তির কথা যেখানেই, 'রিং' থাকবে সেখানেই।
@সবাই
"ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ" এর ফোরাম চালু হবে শীঘ্রই। মুক্ত প্রযুক্তিতে আগ্রহী-অনাগ্রহী, অভিজ্ঞ-অনভিজ্ঞ, সবাই এই ফোরামের মাধ্যমেই আমাদের সাথে সক্রিয়ভাবে যুক্ত হতে পারবেন।
পোষ্টটা পড়ে যত খানি আনন্দিত হয়েছিলাম ... তারিখটি (৮ এপ্রিল) দেখে ততখানি মন খারাপ হয়ে গেলো ।
পোষ্টটা পড়ে যত খানি আনন্দিত হয়েছিলাম ... তারিখটি (৮ এপ্রিল) দেখে ততখানি মন খারাপ হয়ে গেলো ।
মার্চের ৩০ তারিখে করা পোষ্ট যদি এপ্রিলের ১৭ তারিখে এসে নজরে পড়ে তো, মন ঠিক থাকে কেমনে?
যাই হোক এবারের মতো মন খারাপ করেন। ইনশাল্লাহ আগামীতে ফোরামে নিয়মিত হবেন এবং সংবাদ যথাসময়ে সংগ্রহপূর্বক অংশ নেবেন "পেঙ্গুইন মেলা - ২০১১" র ঢাকা বিভাগের ক্যাম্পাস ভিত্তিক কোন একটা আয়োজনে।
আশিকুর_নূর লিখেছেন:আমার মতে ভাই একটু অপেক্ষা করেন FOSS BD একটু প্রতিষ্ঠিত হোক অনেক কিছু করা যাবে। আর তারাতারি চাইলে FOSS BD থেকে অনুষ্ঠানের আয়োজন করে ফেললে ভাল হয়।
শাহো এবং নূর আমাদের প্রতিষ্ঠানের নাম 'ফসবিডি' নয় "এফওএসএস বাংলাদেশ" কিংবা "ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ"। এটা একটু মনে রাখবে প্লিজ।
আমি তো ইংরেজিতে লিখলাম FOSS BD।
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » এই অনুষ্ঠান কি আপনার জন্য?
০.০৬১৮৯২০৩২৬২৩২৯১ সেকেন্ডে তৈরী হয়েছে, ৭৬.২৩২৮০৫১৩৪১৭১ টি কোয়েরী চলেছে