টপিকঃ মজার ইলেক্ট্রনিক্স (পর্ব ২ ক) রেজিস্টর
ইলেক্ট্রনিক্স যন্ত্রপাতিতে রেজিস্টর হচ্ছে খুবই সাধারন অথচ গুরুত্বপূর্ণ একটি উপকরন।সার্কিটে কারেন্ট কন্ট্রোল কমিয়ে দিতে এই রেজিস্টর দরকার। রেজিস্টরের মধ্যে একটা বস্তু থাকে (প্রায়ই কার্বন) যার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে না। কার্বন ই এলেক্ট্রোন প্রবাহে বাধা দেয়, ফলে রেজিস্টর কারেন্ট প্রবাহ কমিয়ে দিতে থাকে। ইলেক্ট্রনিক্স সার্কিট ডায়াগ্রামে এটির এই সিম্বল ব্যাবহার করা হয়,
কালার কোডের মাধ্যমে রেজিস্ট্যান্সের মান নির্ণয়ঃ
রেজিস্টরের গায়ে সরাসরি মান লিখা থাকে না। মান প্রকাশ করার জন্য একটা রেজিস্টরের গায়ে সাধারনতঃ চারটা দাগ বা ব্যান্ড থাকে। সাধারণত বাম থেকে ডান দিকে পড়তে হয়। এর মধ্যে চতুর্থ দাগটি হচ্ছে টলারেন্স কালার এটি বেশীর ভাগ সময় সোনালী অথবা রুপালি কালারের হয়ে থাকে। সোনালীর জন্য +/-৫% এবং রুপালির জন্য +/-১০% টলারেন্স হয়। বাকি তিনটা দাগের জন্য দশটি কালার ব্যবহার করা হয় এবং প্রতিটি কালারের জন্য নির্দিষ্ট মান থাকে। এখন প্রশ্ন হল আমরা কোনটিকে প্রথম ব্যান্ড ধরব?
যে ব্যাণ্ডটি রেজিস্টরের যে কোন এক প্রান্তের তুলনামূলক বেশি কাছাকাছি থাকে, তাকে প্রথম ব্যান্ড ধরে পর্যায়ক্রমে ডানদিকে ২য়, ৩য়, ৪র্থ ব্যান্ড ধরতে হবে।
খালি চোখে কোন ব্যান্ড রেজিস্টরের প্রান্তের কাছাকাছি আছে সেটি নাও বোঝা যেতে পারে। এক্ষেত্রে রেজিস্টরের যেকোন এক পাশে সোনালী/রূপালী রঙ থাকলে তাকে ৪র্থ ব্যান্ড ধরতে হবে। এবার তাহলে তার বিপরীত প্রান্তকে ১ম ব্যাণ্ড ধরে পর্যায়ক্রমে ডানদিকে আসতে হবে। নিচের ছবি দেখুন-
১ম ব্যান্ড সনাক্ত করুন। এবার বামপাশ থেকে প্রথম কালারটার মান একটা কাগজে লিখুন। দ্বিতীয় কালারটার মান তার ডান পাশে লিখুন এবং তৃতীয় কালারটার মানের সমপরিমাণ শুন্য ডান পাশে বসান। যে মান টা আপনি পেলেন সেটা ওহমস এ। ওহমকে ১০০০ দিয়ে ভাগ দিলে কিলোওহম আর ১০০০০০০ দিয়ে ভাগ দিলে মেগাওহম মান পাবেন।
কালার কোড
রঙ মান
কালো ......... 0
ব্রাউন ……. 1
লাল ……. 2
কমলা ….... 3
হলুদ …… 4
সবুজ ……. 5
নীল ……. 6
ভায়োলেট ….. 7
গ্রে ………... 8
সাদা ……… 9
কোডগুলি মনে রাখার একটা সহজ বুদ্ধি শিখিয়ে দেই। নিচের লাইনটি মনে রাখুন,
BB ROY Good Boy Very Good Worker.
এখানে,
B= Black
B= Brown
R= Red
O= Orange
Y= Yellow
G= Green
B= Blue
V= Violet
G= Gre
W= White
যারা এত ঝামেলায় যেতে চান না তারা এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। এই সফট দিয়ে কালার কোড বের করা ছাড়াও আরো অনেক ইলেক্ট্রনিক্স হেল্প পাবেন।
অনেক তো কথা হল। দেখি এখন পরিক্ষা হয়ে যাক, কে কি শিখলেন। নিচের রেজিস্টরের কালার কোড বের করে বলুন এগুলোর মান কত হবে। ফলাফল পরে জানাচ্ছি।
১।
২।
৩।
99.9% Uptime Guarantee | 24/7 Live Support | SSD Server.
Best Domain Hosting Company in Bangladesh