টপিকঃ আউটডোর...(২)
আউটডোর এ বসে আছি। রোগী আসছে,২ জন। মহিলা রোগী। একজন আরেকজন কে বলে........
"ডাক্তার এর দেহি কুনু কাম কাজ নাই, বইয়া মোবাইল টিপে"
তারপর আমাকে ডায়াবেটিস এর বইটা দিয়ে বলে,
রোগী: ডাক্তার সাব আমার ডায়াবেটিস কত?
ডাঃ আপনি আগে বসেন,তারপর বলি??
রোগী: জী আইচ্ছা
ডাঃ আপনার শরীর কি ভাল??নাকি কোন কষ্ট আছে??
রোগীঃকোন কষ্ট নাই স্যার, এমনে ওই আইসি.....আমার প্রেশার টা একটু মাফেন।
ডাঃ জী, প্রেশার দেখব, আগে বলেন কোন অসুবিধা আছে কিনা??
রোগী: না ,তেমন কোন অসুবিধা নাই, তবে শইলডা একটু দুর্বল লাগে ইহি। এর মাঝে মাঝে প্রসার ডা একটু ডেক্কা মারে।
ডাঃ প্রেশার ধাক্কা মারলে কি হয় আপনার?
রোগী: মাতা-ডা বাউলি মারে,মাতা দিয়া গরম শিস উডে।
ডাঃ আর কিছু??
রোগী: আর কিছু না.....হাওনের রুচি তো হগল বালাই নাই, আর গ্যাস্ট্রিকের বেদনা আহ, কওনের মতন না। চাইত্নার(বুকের নীচে) নিছে খালি চিমচিম কইরা বেদনা করে। কিছু হাইতে লইলে ওই বমি আইয়ে। অসুদ তো হাইতাসি হগল বালা ওই, রিনিটিড।
ডাঃ হুম....আচ্ছা.....দেখি আপনার প্রেশার টা........
(তারপর আমি প্রেশার মাপলাম। রোগী এবং তার সাথের জন শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে মিটার এর দিকে)
রোগী: প্রেশার কত স্যার??
ডাঃ প্রেশার তো বেশী, ডায়বেটিস ও তো বেড়ে গেসে, আপনি ঔষধ খান তো ঠিক মত??
রোগী: জী, হাইতাসি তো, প্রেশার এর লাল বড়িডা আছে না??( ফ্রেনজীট/Anxiety কমায়) ওই ডা হাইতাসি।
আর ডায়বেটিস এর বড়ি হাই না স্যার।
ডাঃ কেন??
রোগী: মেহগনির বিচি গুরা কইরা হাইতাসি, আর ডায়বেটিস এর ২ ডা বালা কিনসি, আমার ডায়বেটিস কত স্যার??
ডাঃ ২৫( Normal ৫.৫-৮)
রোগী: কি কন স্যার?? এত নিয়ম মাইন্না চলি, এত অসুদ হাইয়া যদি ২৫ অয় তাইলে কেমনে বাচুম??
ডাঃ এইসব মেহগনির গুরা খাইলে আর বালা পরলে তো ২৫ হবেই, যাইহোক, আপনার খাওয়া নিয়ন্ত্রণে আছে??
রোগী: একবারে না হাইয়া কি পারুম স্যার?? লুডি (রুটি) হাই না স্যার, গ্যাস্ট্রিকে সমস্যা করে।
তখন রোগীর সাথের জন বলে, " মিসা কতা কও কেরে? স্যার, তাইনে লাইতকালা(রাতে) চুরি কইরা মিষ্টি খায়"
একথা বলতে পেরে সে খুব খুশী।( আমার তখন মাথা গরম হতে শুরু করেছে)
তারপর...........
রোগী: স্যার অসুদ লেইক্ষা দেন, অহন থিক্কা হামু।
ডাঃ আচ্ছা এখন যে ঔষধ লিখে দিচ্ছি তা ঠিক মত খাবেন।
রোগী: স্যার, একটা স্যালাইন দেওন যায় না??সইলডা দুর্বল লাগে।
ডাঃ আপনাকে যে ঔষধ দিয়েছি এই গুলা ই ঠিক মত খান, স্যালাইন লাগবে না।
রোগী: স্যার ঘুমের অসুদ দিয়েন, ঘুম অয় না আর একটা ভিটামিন দিয়েন
ডাঃ হুম ম( আমি প্রেসক্রিপশন লিখে দিলাম)
রোগী: স্যার, একটা রিপোর্ট দেহাইতাম
ডাঃ জী দেখান( একটা রিপোর্ট দিল আমার হাতে)
রোগী: দেহেন তো আমার ইউটেরাস টা আসে নি??
ডাঃ ইউটেরাস আছে নি মানে?
রোগী: স্যার কয়দিন আগে অপারেশন করসি, আমি তো আর অপারেশন আর সময় দেহি নাই ইউটেরাস ডা ফালাইসে নি।
এর লিগা কম্পিউটার দিয়া চেক কইরা আনলাম। স্যার রিপোর্ট টা দেইক্ষা কন তো আমার ইউটেরাস টা অপারেশন কইরা আসলেই ফালাইসে কিনা??
( কি যে বলব কিছু বুঝতে পারছিনা...)
ডাঃ মা আপনি যান তো........আপনার ইউটেরাস অপারেশন করে ফেলে দিছে।
রোগী: আরেকটা রিপোর্ট দেহাইতাম স্যার......
ডাঃ দেখান( আমি বুজতে পারলাম যে আজ আমি শেষ)
রোগী: এইডা আমার এক ভাবীর রিপোর্ট...... দেহেন
(দুঃখে আমার মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করল)
ডাঃ আপনি যান তো.........এই যে আপনি(নেক্সট রোগী) জী আপনি আসেন
মা, আপনি যান...... তখন রোগীর সাথের জন বলে," স্যার, আমার প্রেশার টা একটু মাইপ্পা দেন