টপিকঃ বাংলা ইমেইল
প্রজন্ম.কম এ আরও একটি সুবিধা যোগ হতে যাচ্ছে। সেটি হল বাংলা মেইল করার সুবিধা। অভ্র জাতীয় সফটওয়্যারের কল্যানে যদিও এটি এখন অনেক সহজ, তবে প্রজন্মের এ সেবায় অভ্র ও প্রয়োজন হবে না। ফোরামের মতই বিল্ট ইন স্ক্রিপ্ট দিয়ে টাইপ করা যাবে। সবচেয়ে বড় কথা প্রতিটি একাউন্টে থাকছে ৫ গিগাবাইট স্পেস!:-O
ভাবছেন আমার মাথা খারাপ? উঁহু! মোটেই না। এখানে আপনার কোন নতুন মেইল একাউন্ট খুলতে হবে না। আপনার বর্তমান জিমেইল একাউন্ট দিয়েই এখানে লগিন করে মেইল চেক ও পাঠাতে পারবেন। তার আগে অবশ্যই আমার জিমেইল একাউন্ট থেকে আইম্যাপ এনাবল করতে হবে।
কিভাবে এনাবল করবেন:
১. জিমেইল লগিন করুন
২. সেটিংস এ ক্লিক করুন
৩. Forwarding and POP/IMAP ট্যাব-এ ক্লিক করে সবার নিচে আসুন।
৪. Enable IMAP ক্লিক করে সেভ বাটনে ক্লিক করুন।
ব্যাস, এরপর ভিজিট করুন: http://mail.projanmo.com। আপনার ইমেইল ঠিকানা ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন।
এখনও অনেক কাজ বাকি। তবে আপনাদের সাথে আগেই শেয়ার করার লোভ সামলাতে পারলাম না। পরামর্শ দিয়ে কৃতার্থ করবেন।
যাদের কম্পিউটারে জিমেইল ওপেন হতে অসুবিধা হয়, এটি তার বিকল্প হিসেবেও কাজ করবে ।
what to do?