টপিকঃ এক সাথে দুই ইউনিভারসিটি তে পরা
এক সাথে দুই ইউনিভারসিটি তে পরা কি সম্ভব?যদি আমি এক ইউনিতে বিবিএ আর আরেক ইউনিতে সিএস পরি।
আমি এবার ফল২০১০ এ ইষ্ট ওয়েষ্ট ইউনিতে বিবিএ তে ভরতি হয়েছি।সেখানে আমার সপ্তাহে শনি থেকে বুধ যে কোন দুই দিন ক্লাস করতে হবে।আমার ইচ্ছা ডেফডিল ইউনিতে সিএস করা।এটা কি বেয়াইনি হবে নাকি সম্ভব।গুগল যা দেখলাম সম্ভব।বিদেশে এটা করা যায় নাকি।এক জনের ত দেখলাম চারটী ইউনিতে পরছে এক সাথে।
প্লিজ কারো এই বিসয়টি জানা থাকলে সেয়ার করেন।