টপিকঃ গুগল ডক ব্যবহার করে এমএস ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রূপান্তর
হ্যাঁ, সত্যি।
গুগল ডক ব্যবহার করে আপনি এমএস ওয়ার্ড ফাইলকে পিডিএফ এ রূপান্তর করতে পারেন।
আপনাকে যা করতে হবে -
১. দরকারী ফাইলটিকে গুগল ডকে আপলোড করুন।
২. এরপর ঐ ডকুমেন্টটি ওপেন করে উপরে বা দিকের ফাইল মেনু ওপেন করে export as pdf লেখাতে ক্লিক করুন।
৩, এভাবে ফাইলটিকে পিডিএফ হিসেবে সেভ করুন।
দেখুন, আপনার ফাইলটি পিডিএফে রুপান্তর হয়ে গেছে।