Re: ১০০ সম্মাননা
আমি কিন্তু জেলার সাহেবের বাসায় গিয়ে খেয়ে আসতে চাই একদম ভাবীর হাতের রান্না।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » বিবিধ » ১০০ সম্মাননা
আমি কিন্তু জেলার সাহেবের বাসায় গিয়ে খেয়ে আসতে চাই একদম ভাবীর হাতের রান্না।
অভিনন্দন দ্যা ডেডলককে!
ওদিকে ১০০ সম্মাননা পাওয়ার জন্য problogger99 কে অভিনন্দন!
দ্যা ডেডলক ও problogger99 ভাই কে অভিনন্দন
২৫০ সম্মাননা পাবার জন্য দ্যা ডেডলক কে অভিন্দন।
অভিনন্দন ডেডলক ভাইকে।
আমার যে হাফ সেন্সুরি হইল, কেউ একটু খবরও নিল না
শুভেচ্ছা বেঙ্গল বয় আপনাকে
তবে এই টপিক্টি সম্মাননায় ১০০ বা তার অধিক ব্যক্তিদের জন্যই করা
@বেঙ্গল বয়
কে অভিন্দন সম্মাননার হাফ সেঞ্চুরী করার জন্য।
@problogger99
কে অভিন্দন সম্মাননার সেঞ্চুরী করার জন্য।
আমার যে হাফ সেন্সুরি হইল, কেউ একটু খবরও নিল না
হে হে
শুভেচ্ছা রইলো।
শুভেচ্ছা বেঙ্গল বয় আপনাকে
@বেঙ্গল বয়
কে অভিন্দন সম্মাননার হাফ সেঞ্চুরী করার জন্য।
বেঙ্গল বয় লিখেছেন:আমার যে হাফ সেন্সুরি হইল, কেউ একটু খবরও নিল না
হে হে
শুভেচ্ছা রইলো।
ধন্যবাদ ভাই সব
@বাংলারমাটি
কে অভিন্দন সম্মাননার হাফ সেঞ্চুরী করার জন্য।
রেকর্ড গড়লাম কি না, বুঝতে পারছি না।
১০০% রেকর্ড। প্রতি 1.76 পোস্টের জন্য একটা করে রীপু
সেঞ্চুরি ক্লাবের সদস্য হওয়ার সৌভাগ্য এই জীবনে আমার আর হবে না।
হাফ সেঞ্চুরি ক্লাবের সদস্য হয়েই মনে হচ্ছে বাকি জীবন কাটিয়ে দিতে হবে।
অয়ন ভাইকে অভিনন্দন অবশেষে সেঞ্চুরী হাকানোর জন্য।
সন্মাননায় সেন্সুরী কারায় অয়ন খান কে অভিনন্দন
অয়নকে শুভেচ্ছা
ওমা কয় কি, হ্যাতে লাগে ৯৭ এর পরে ৪ মারছে।
অয়ন খানকে অভিনন্দন সেঞ্চুরি হাঁকানোর জন্য। আশা করি ইনিংসের পরের অংশটুকু আরো জম্পেশ হবে ও অতি দ্রুত ডাবল সেঞ্চুরী হয়ে যাবে।
ওমা কয় কি, হ্যাতে লাগে ৯৭ এর পরে ৪ মারছে।
অয়ন খানকে অভিনন্দন সেঞ্চুরি হাঁকানোর জন্য। আশা করি ইনিংসের পরের অংশটুকু আরো জম্পেশ হবে ও অতি দ্রুত ডাবল সেঞ্চুরী হয়ে যাবে।
পরবর্তীতে মনেহয় শুধু চার আর ছয় মাড়বে।
প্রজন্ম ফোরাম » বিবিধ » ১০০ সম্মাননা
০.১৯০৭৩০০৯৪৯০৯৬৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৩০.৩০৯৮৯৬৭৮৭৪২ টি কোয়েরী চলেছে