টপিকঃ প্রসঙ্গ হ্যারি পটার এন্ড চেম্বার অব সিক্রেট
আপনারা কেউ কি হ্যারি পটার এন্ড চেম্বার অব সিক্রেট খেলেছেন? যদি খেলেন তবে একটু বলবেন এর ৮ নম্বর লেবেল কি করে খেলতে হয়। যখন হ্যারি গয়েল হয়ে স্লাইথারিন দের হাউজে প্রবেশ করে গোপন খবর সংগ্রহ করার জন্য! আমি কোন মতেই সেখান থেকে বের হতে পারছি না। হ্যারি পটার ছোটদের খেলা কিন্তু আমার কাছে মারাত্বক লাগছে। একটু হেল্প করবেন প্লীজ!!