টপিকঃ উবুন্টু ১০.০৪ এর বাংলা সহায়িকা প্রস্তুত করব
আমার উইনি একটি কর্মশালার জন্য উবুন্টু ১০.০৪ এর বাংলা সহায়িকা দরকার। কিন্তু অনেক খুজাখুজি করার পর না পেয়ে, অনেকের সাথে পরামর্শ করে বুঝলাম যে ১০.০৪ এর বাংলা সহায়িকা নাই। তাই নিজেই করতে বসলাম।
আমি খুব ভাল লিখতে পারি না। তাই সময় বাঁচানর জন্য অপ্র থেকে প্রকাশিত উবুন্টু ৯.০৪ এর বাংলা সহায়িকা থেকে কিছু কথা, উবুন্টু ইন্ডেস্ক থেকে বেশ কিছু টপিক নিয়ে কাজ শুরু করলাম। সকলের পরামর্শ, সাহায্য-সহযোগীতা আমার কাম্য।
আমি এই সহায়িকা প্রিন্ট করে বিলাব। যেহেতু আমি অন্যের জিনিস ব্যবহার করছি, সেহেতু এজন্য আমাকে কী করতে হবে, আমাকে জানালে আমি উপকৃত হব।