টপিকঃ ওয়েলকাম পেজ
প্রজন্ম ফোরামে একটা ওয়েলকাম পেজ যুক্ত করা হয়েছে। নতুনদের প্রতি লক্ষ্য রেখেই এটি করা হয়েছে, যাতে শুরুতেই তারা সমস্যায় না পড়েন।
কিন্তু কথা হলো তাদের সুবিধা করতে যেয়ে আপনাদের কি অসুবিধা হচ্ছে? আপনি যদি পৃষ্ঠাটি দেখতে না চান, তাহলে Don't show this page বাটনে ক্লিক করুন। আশা করি আর ঐ পৃষ্ঠা না দেখে সরাসরি ফোরামে চলে আসবেন। তবে সেজন্য আপনার ব্রাউজারের কুকি এবং জাভাস্ক্রিপ্ট এনাবল থাকতে হবে। অবশ্য জাভাস্ক্রিপ্ট বোধহয় সকলেরই এনাবল করা আছে। তা না হলে তো এখানে বাংলা লিখতেই পারতেন না।
মতামতের অপেক্ষায়......
what to do?