টপিকঃ বাংলা লেখার নিয়মাবলী
এই ফোরামে আপনি বাংলা এবং ইংরেজি উভয়ই লিখতে পারবেন। তবে যেহেতু এটি একটি বাংলা ফোরাম তাই অনুগ্রহ করে একান্ত প্রয়োজন ছাড়া ইংরেজি লেখা পরিহার করুন। বাংলা বা ইংরেজি লিখতে কিবোর্ডের মোড পরিবর্তন করতে হবে। তবে প্রাথমিক অবস্থায় বাংলা লেখার অপশন থাকছে। আপনি যদি ইংরেজিতে কিছু লিখতে চান তাহলে যে দেখবেন যে টেক্সবক্সের নিচে <b>কীবোর্ডের মোড পরিবর্তন</b> নামে একটি বাটন রয়েছে। এটিতে ক্লিক করলে আপনি আবার ইংরেজিতে লিখতে পারবেন। পুনরায় বাংলা লিখতে হলে আবারও সেই বাটনে ক্লিক করুন।
এই ফোরামে হাসিন হায়দার এর তৈরি ইউনিকোড ভিত্তিক বাংলা ইজ্ঞিন ব্যবহার করা হয়েছে। আমরা তার কাছে এ জন্য কৃতজ্ঞ
এই ফোরামে ইউনিকোড ভিত্তিক বাংলা ব্যবহার করা হয়েছে। তবে লেআউট অনেকটা বিজয়ের মত। ফলে একে বলা হচ্ছে ইউনিজয়। তবে টাইপিং পদ্ধতিগত কিছু পার্থক্য রয়েছে। তাই বিজয়ে অভ্যস্থরা সহজেই এ লেআউট ব্যবহার করে ইউনিকোড ভিত্তিক বাংলা লেখতে পারবেন। যদি আপনি ইউনিজয় লেআউটের সাথে পরিচিত না হয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে এখানে ক্লিক করে বাংলা লেখার পদ্ধতি জেনে নিন।
আমরা ফোরামে সোলাইমান লিপি ফন্ট ব্যবহার করেছি। এটি ডাউনলোড করুন এখান থেকে