৪১

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সাবাস বাংলাদেশ।মনে শান্তি এই যে বাংলাদেশ দলের ভুয়া সমর্থক নই।ওয়েস্ট ইন্ডিজের সাথে ৫৮ রানে অলআউট হবার পরও সবসময় বাংলাদেশ দলের পাশে ছিলাম,তাদের মন থেকে সমর্থন দিয়েছি।আজ আমি খুবই খুশি।

৪২

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

চলো আমারা মোমবাতির মত বাঁচি, নিজে জ্বলে কিন্তু অন্যকে আলো দিয়ে।

৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন মাহমুদ রাব্বি (১২-০৩-২০১১ ০১:০৪)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

৪৪

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

রাব্বি, পসিটিভ সমালোচনা হতেই পারে এবং এইটা হইলেই দলের জন্য ভাল যা ভাল এফেক্ট করবে ভবিষ্যতে ভাল খেলার জন্য। তবে সমালোচনার নামে যদি কেউ খেলোয়াড় অপসারন, বিচার দাবি, মন্দ ভাষায় তিরস্কার বা খেলোয়ারদের ক্ষমতা নিয়ে প্রশ্ন  তোলা, এইগুলো অবশ্যই অনুচিত এবং এই বিষয় গুলো বাংলাদেশ টিমকে ইফেক্ট করবে খারাপ ভাবে, রেজাল্টটাও খারাপ পেতে পারি।

৪৫ সর্বশেষ সম্পাদনা করেছেন সারিম (১২-০৩-২০১১ ০১:৪৭)

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সারিম'এর ওয়েবসাইট

লেখাটি CC by-nc-sa 3.0 এর অধীনে প্রকাশিত

৪৬

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সারিম ভাইয়ের এক্সপ্রেশনটা একেবারে আমার সাথে মিলে গেল  thumbs_up

৪৭

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

৪৮

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

আমাদের একটাই সমস্যা । ভাল খেললে মাথায় তুলে রাখি, খারাপ খেললে মাটির নিচে ঢুকিয়ে দেই। আমারাই আমাদের ক্রিকেটারদের নষ্ট করেছি।
আরে ভাই এক ম্যাচ খারাপ খেলেছে, তাতে কি? অপেক্ষা করুন। পরের ম্যাচ দেখুন।
তা না,  ""ধর তক্তা মার পেরেক""
এটা কোণ  কথা হল । ভোগাস।  lol lol

৪৯

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

৫০

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

সবার জন্য একটা কথাই বলতে চাই, আমরা সবাই খুশি বাংলাদেশের জয়ে কিন্তু এই কথা ভুলে যাবেন টপ ৩ জন ব্যাটসম্যান যতই ভাল স্টার্ট করুক না কেন , মিডেল অর্ডাররা যদি তা টেনে না নিয়ে যেতে পারে তবে কোনো লাভই হবে না। এবং বাংলাদেশের মিডেল অর্ডার এর প্রতি আমিই বরাবরই হতাশ। শফিউল যেই ইনিংসটি খেলেছে সেটা সে সব সময় খেলতে পারবে না কারন সে মূলত একজন বোলার । তাই শফিউল এর দিকে চেয়ে না থেকে বাংলাদেশের মিডেল অর্ডারকে পরিবর্তন করতে হবে এরা যে কি খেলে কিছুই বুঝি না। যা হোক রকিবুল , মুশফিক এবং জুনায়েদ এই তিনটা যে কালকে কেন মাঠে নামছিল তা এখনো আমার বোধগম্য নয়। আসছে আর গেছে। না হলে অন্তত যে ধরনের স্টার্ট হয়েছিল তাতে আমি মনে করি ৫ বা ৬ উইকেটে জেতা কোনো ব্যাপারই ছিল যদি মিডেল অর্ডার খেলত ভাল। এর আগের ম্যাচেও যেখানে বাংলাদেশ আয়ারল্যান্ডের বিপক্ষে জিতেছিল , সেখানে বাংলাদেশের মিডেল অর্ডার কিছুই করতে পারে নি। ভারতের বিপক্ষের ম্যাচেও দেখবেন সাকিব চলে যাওয়ার পর একে একে রকিবুল, মুশফিক, জুনায়েদ চলে যাওয়া শুরু করেছে পরবর্তীতে দেখা যাচ্ছে ২০২/৩ উইকেট থাকে বাংলাদেশ ২৮৩ রানে অলাউট হয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে শুধু মাত্র মিডেল অর্ডার এর কারনেই এত খারাপ রান করছে আমি বলব। কারন সেই সময় নিউজিল্যান্ড এবং জিম্বাবুয়ের খেলাতেও জিম্বাবুয়ের ৪৩ রানে ৫ টা গেছিল তারপরও তারা ১৬৩ করছিল এবং পরের ম্যাচে নিউজিল্যান্ড এর সাথে পাকিস্তান এরও ৪৬ রানে ৫ টা গেছিল কিন্তু সেই স্কোর তারা নিয়ে গেছিল ১৮৩ না ১৯০ তে মনে হয়। যা হোক এই একটাই সমস্যা যা কিনা যেকোনো সময় বড় সমস্যা ধারন করতে পারবে, ক্রিকেটের সবচেয়ে গুরুত্তপূর্ন বলে মনে হয় আমার মিডেল অর্ডার। কারন সবসময় তোমাদের জন্য টপ অর্ডার রা রান করবে এবং তোমরা টপাটপ আউট হবে সেটা হবে না। আমি মনে করি আগামী ম্যাচের আগেই জেমি সিডন্স এর কিছু একটা ভাবা উচিত বাংলাদেশের মিডেল অর্ডার নিয়ে। তামিমকে একটা কথাই বলতে চাই তার আরো ধৈর্যশিল হতে হবে সে প্রতি বলে হিট করতে চায় যা কিনা একদম বাজে অভ্যাস । বাংলাদেশের এখন এমন একজন খেলোয়ার দরকার সে সিঙ্গেল আর ডাবল এ খেলে ম্যাচ নিয়ে আসতে পারে। ইমরুল এর মধ্যে আমি সেইটা কিছুটা দেখতে পারছি।

৫১

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।

কারো আশা নষ্ট করবেন না, হয়তো এই আশাই তার শেষ সম্বল।

৫২

Re: বাংলাদেশ দল টেষ্ট স্ট্যাটাস পাওয়ার যোগ্য না।