Re: AmiBroker DSE, CSE ইমপোর্ট টুল
Invarbrass ভাই,
এমন একটা চমৎকার কাজের জন্য আপনাকে যে কীভাবে ধন্যবাদ দিবো?!
তবে একটা প্রশ্ন ছিল৷ আপনি কি কখনো এটাকে প্রফিটার মত বিক্রি করা শুরু করবেন? নাকি আজীবন ফ্রি দেবেন? এই প্রশ্নটা করতে হচ্ছে কারণ মাঝে মধ্যেই ব্যবহারকারীরা বলছেন আপনার সফটওয়্যারগুলো এক্সপায়ার করছে (মেয়াদ শেষ হয়ে যাচ্ছে) যা খুব একটা সুখবর নয়৷ যদি আপনি ভবিষ্যতে বিক্রি করতে চান তাহলে আমাদেরকে দয়া করে এখনই জানিয়ে দিন, প্লিজ! আর যদি সব সময় ফ্রি দিতে চান তাহলে মনে হয় কোনো এক্সপায়ারি ডেট (মেয়াদোত্তীর্ণের তারিখ) না রাখাটাই ভালো হবে, কি বলেন?