হায়রে মানুষ!
৫৮ রানে অলআউট হয়ে কি দোষটাই না করে ফেলেছে বাংলাদেশ!
আহা!
০৪.০৩.১১ দিনটাকে একটা খারাপ দিন ছাড়া আর কিছুই আমি বলবোনা.
এমন একটা দিন, যেদিন কিছু ঠিকমতো হয়না.
তবে মাঝখান থেকে কিভাবে যেন আমরা টসটা জিতে গেছি! 
খারাপ অনেক দলই খেলে.
আবার ফিরেও আসে.
অস্ট্রেলিয়াও কিন্তু কিছুদিন আগে টেস্টে পাকিস্তানের সাথে ৮৮ রানে আউট হয়েছে.
তাতে কেউ বলেছে অস্টেলিয়ার টেস্ট স্ট্যাটাস কেড়ে নিবে?
বলেনাই,কারণ সবাই জানে অস্ট্রেলিয়া ফিরে আসতে পারে.
তেমনি বাংলাদেশও পারে.
হাসলেন?
হাসুন.
অস্ট্রেলিয়ার মতো না হোক বাংলাদেশ নিজেদের সাধ্যমত ফিরে আসুক.
এবং আমার বিশ্বাস ফিরে আসবে.
অনেকে আবার হাসবেন এই ভেবে যে কিসের সাথে কিসের তুলনা!
আসলেই তুলনা চলেনা.
অস্ট্রেলিয়া,ভারত,দক্ষিন আফ্রিকা সোজা কথায় যারা বড় ক্রিকেটিং কান্ট্রি তাদের দেশের ক্রিকেটিং অবকাঠামো দেখুন.
এরপর বাংলাদেশের সাথে মেলান.
এবার বলুন কোন ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে আছে?
যেখানে জাতীয় দলের বাইরে কোন খেলোয়ার ভালো অনুশীলনের সুযোগ পায়না সেদেশে আপনারা এরচেয়ে বেশি কি চান?
অপ্রতুল সুযোগ সুবিধা নিয়ে বাংলাদেশ দল যতটুকু খেলছে সেটুকুও কিন্তু কম না.
কেউ বলবেন টাকার কথা,ক্রিকেটাররা অনেক বেতন পান,অনেক ইনকাম ইত্যাদি ইত্যাদি.
আচ্ছা আমাকে বলুন বাংলাদেশের খেলোয়াড়েরা কোন দেশের খেলোয়াড়দের চেয়ে বেশি বেতন পাচ্ছে?
নাকি আমাদের হিংসা হয়!
এমন পুচকে পুচকে ছেলেরা এত আয় করে আমরা কি করছি! 
আপনার আমার খেলার যোগ্যতা নেই বলেই আমরা দর্শক,
ওরা খেলতে পারে বলেই ওরা খেলোয়াড়!
শেষ কথা হলো, এই দলই আবার যখন জিতবে আমরাই তখন লাফাবো এবং খেলোয়াড়দের মাথায় তুলে নাচবো!
তাই যাদের মাথায় তুলেছি তাদের ছুড়ে না ফেলে শোধরানোর সুযোগ দেই!
ইনশাল্লাহ তারা পারবে!
আমরা বাংলাদেশ দলের পাশে আছি.
অতিরিক্ত দুঃখে যারা অবোল-তাবোল বলছেন তারাও মাথা ঠান্ডা করেন দলের পাশে দাড়ান! 
জয় আসবে.
নিশ্চিত বলতে পারি. 
###২০০৯ সালের ৩ নভেম্বর জিম্বাবুয়েকে ৪৪ রানে অলআউট করেছিল বাংলাদেশ!
কোন দলকে অমন অপমান করার পর ক্রিকেট বিধাতা রাগ করতেই পারেন!
সেই রাগটাই কি কাল ঝারলেন!?
সব ভুলে এভাবে-সেভাবেই মনটাকে আমরা বুঝ দেই!
শত হলেও দলটা আমাদের! 