টপিকঃ ইদানীং অনেক কাক মারা যাচ্ছে।
ইদানীং দেখা যাচ্ছে সকালে পথে ঘাটে অনেক কাক মৃত অবস্থায় পাওয়া যায়। অনেকে বলছেন এটা কোন মহামারী হবে আবার অনেকে বলছেন সোয়াইন ফ্লু আবার অনেকে বলছেন বার্ড ফ্লু। এই ফোরামে কি কোন ডাক্তার আছেন, যে এটার কোন ব্যাখ্যা দিতে পারবেন। আফটার অল, এটা মানুষের জন্য হেল্থ রিস্ক হতে পারে।
ধন্যবাদ।