টপিকঃ জাভাস্ক্রিপ্টের কারুকাজ
ইন্টারনেটে ঘুরতে ঘুরতে এই মজার স্ক্রিপ্টটা পেলাম। প্রথমে গুগল ইমেজ সার্চ অপশনে যান। যে কোন ইমেজ সার্চ করুন। তারপরে এড্রেসবারে নিচের কোডটুকু কপি-পেষ্ট করুন। এবার এন্টার প্রেস করে দেথুন কি হয়!!!
javascript:R=0; x1=.1; y1=.05; x2=.25; y2=.24; x3=1.6; y3=.24; x4=300; y4=200; x5=300; y5=200; DI= document.images; DIL=DI.length; function A(){for(i=0; i<DIL; i++){DIS=DI[ i ].style; DIS.position='absolute'; DIS.left=Math.sin(R*x1+i*x2+x3)*x4+x5; DIS.top=Math.cos(R*y1+i*y2+y3)*y4+y5}R++}setInterval('A()',5 ); void(0)
এই ট্রিকসটি ইমেজ আছে এমন যেকোন পেজেই কাজ করবে। অরিজিনাল পেজের লিঙ্ক http://www3.webng.com/redtophank/cit.html