টপিকঃ থিওরী অফ রিলিটিভিটি এবং অন্ধকারের গ্রহ- ডঃ মুহম্মদ জাফর ইকবাল
স্যারের বই দুইটা পড়লাম।
অন্ধকারের গ্রহ-এর কনসেপ্টা খুব ভাল লাগসে। কিন্তু আরো বিস্তারিত ভাবে লেখা উচিত ছিল। শেষেরদিকে মনে হচ্ছিল, বইমেলা শুরু হয়ে গেসে, কিন্তু লেখা শেষ হল না, তাড়াতাড়ি শেষ করি, পোলাপাইন তো কিনবই। আফসোসঃ ইনিও কি Professional হইয়ে যাচ্ছেন?
থিওরী অফ রিলিটিভিটি - দা রু ন। কিন্তু প্রচুর প্রিন্টিং মিসটেক আসে। যেহেতু এটা গল্পের বই না, এটা ক্ষমা করতে পারছি না। একটা ছবি দেখলাম, স্যার আকসেই ভুল (ছাপার ভুল মনে হচ্ছে না)। ছবিটা প্রথম Figure:1(b) Distance- Time counting from Starting Point.
আমার অহংকার আমি বাংলায় লিখি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই।