টপিকঃ ফোরাম খুলতে চাই ।
আমার অনেক দিনের শখ যে "প্রভাতী" নামে একটি বাংলা ফোরাম চালু করি ।কিন্তু কিভাবে ফোরাম চালু করতে হয় তা জানি না ।প্লিজ দয়া করে কেউ একটু জানাবেন ।প্লিজ প্লিজ প্লিজ ।
আপনি প্রবেশ করেন নি। দয়া করে নিবন্ধন অথবা প্রবেশ করুন
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » ফোরাম খুলতে চাই ।
আমার অনেক দিনের শখ যে "প্রভাতী" নামে একটি বাংলা ফোরাম চালু করি ।কিন্তু কিভাবে ফোরাম চালু করতে হয় তা জানি না ।প্লিজ দয়া করে কেউ একটু জানাবেন ।প্লিজ প্লিজ প্লিজ ।
ফোরাম খোলাটা বড় কথা না, কথা হল আপনি কি ফোরাম মেইনটেইন করতে পারবেন? কারণ একটা ফোরাম দাড় কড়াতে হয়তো আধাঘন্টা-একঘন্টা সময় লাগবে। কিন্তু সেটা তো মেইনটেইন করা জানতে হবে।শখ হলে ফ্রী হোস্টিংয়ে ফ্রী ডোমেইন দিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর সিরিয়াসলি খুলতে চাইলে বলব আগে আরেকটু ভালভাবে সবকিছু জেনে নিন।
ভাই আমি সিরিয়াসলি বলছি ।একটা ফোরাম খুলা আমার খুব দরকার ।
ভাই আমি সিরিয়াসলি বলছি ।একটা ফোরাম খুলা আমার খুব দরকার ।
না খুললে কেউ কি মারা যাচ্ছে না কি?
(মা খা এ নি)
সিরিয়াসলি খুলতে চাইলে বলব ওয়েব ডেভেলপমেন্ট+হোস্টিং সম্পর্কে বেসিক ধারণা নিয়ে নিন। তারপর ফোরাম খুলুন।
আর যদি পয়সা খরচ করাতে দ্বিধা না থাকে তাহলে কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিন। ঝামেলা থেকে বেচে যাবেন।
আপনার কথা শুনে মনে হচ্ছে না যে আপনার ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট বা হোস্টিং সম্পর্কিত কোন আইডিয়া আছে। তবুও, প্রশ্নের খাতিরে বলছি,
১. আপনি ফোরামের সফটওয়্যারের জন্য কী টাকা খরচ করতে চান?
২. আপনি নিজে ফোরাম সেটআপের ঝুঁকি নিবেন, নাকি অন্য কোন অভিজ্ঞ ব্যক্তিকে দিয়ে কাজটি করাবেন?
ফোরাম চালানোর জন্য ফোরাম সফটওয়্যার বা স্ক্রীপ্ট লাগে । বাজারে ফ্রী, নন-ফ্রী অনেক ধরণের স্ক্রীপ্ট পাওয়া যায়। ফ্রী এর মধ্যে আছে phpBB, myBB, punBB (যার সাহায্যে এই ফোরাম চলছে) ইত্যাদি
। নন-ফ্রী এর মধ্যে ভালো vBulletin
। বাজারে যে কোন ফোরাম স্ক্রীপ্টের থেকে vBulletin এর ফীচার, নিরাপত্তা সবই বেশী। দামও তেমনি বেশী
।
দ্বিতীয়ত, আপনি যথেষ্ট অভিজ্ঞ কিনা? আপনার লেখায় মনে হল না যে আপনার এ দিকে তেমন অভিজ্ঞতা আছে।
আপনি যদি খুব তাড়াতাড়ি একটি Fully-Functional ফোরাম চালু করতে চান, সেক্ষেত্রে আপনার একজন Freelancer কিংবা কোন অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নেয়া প্রয়োজন
। এতে অবশ্য আপনার কিছু টাকা খসতে পারে (সম্মানী স্বরুপ)
।
আপনি নিজে ফোরাম আপ করতে চাইলে প্রথমে ফ্রী ডোমেইন আর ফ্রী হোস্টিং নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন। তারপর, যখন নিজের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে, তখন মূল ফোরামে হাত দিয়ে পারেন।
তৃতীয়ত, নিজে করুন বা অন্যকে দিতে করান, যদি ফোরাম সত্যিই দাঁড় করাতে চান, তবে আপনাকে পেইড ডোমেইন নেম এবং হোস্টিং নিতে হবে। ডোমেইন রেজিস্টার করতে রেজিস্ট্রার ভেদে .com/.net/.org এর জন্য ৪০০-৮৫০ টাকা খরচ হবার কথা। হোস্টিং এর জন্য খরচ নির্ভর করে আপনার ওয়েবসাইট কতটুকু ব্যবহার হবে তার ওপর। একটি ছোট ফোরামের হোস্টিং এর জন্য মোটামোটি ১০০০+ টাকা লাগতে পারে প্রোভাইডার ভেদে। এবং এ টাকা প্রতি ৩৬৫ দিন বা ১ বছর পরপর পরিশোধ করতে হবে।
সব কথাই তো বাবর ভাই বলে দিয়েছেন, আমি ব্যাখ্যা করেছি মাত্র। আশা করি এই তথ্য আপনার কাজে লাগবে।
পানবিবিতে বানালে এই টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন http://tutobd.com/web-design/punbb
প্রজন্ম ফোরাম » তথ্য ও যোগাযোগ প্রযুক্তি » ওপেন সোর্স ও বাংলা কম্পিউটিং » ফোরাম খুলতে চাই ।
০.০৬০৬১৪১০৯০৩৯৩০৭ সেকেন্ডে তৈরী হয়েছে, ৮৩.৮১৫৬৪৯২৬৭৯৯৭ টি কোয়েরী চলেছে