টপিকঃ সহজ ইমেজ প্রিলোডিং
ওয়েবসাইট ডিজাইন করার সময় প্রায়ই ইমেজ প্রিলোড করার দরকার হতো আমার। কিন্তু আবার জাভাস্ক্রিপ্টের ঝামেলায় যেতে হবে ভেবে এটি প্রায়ই করি না। তবে কালকে ফিডব্যাক ফর্মটি করার সময় একটা সহজ পদ্ধতি ব্যবহার করলাম। সবার হয়তো এটি অনেক পুরানো পদ্ধতি; কিন্তু আমার জন্য নতুন। তাই আমার মত দের জন্য বিষয়টা শেয়ার করলাম।
বিস্তারি: http://hungrycoder.xenexbd.com/node/126
এই পদ্ধতিতে জাভাস্ক্রিপ্টের সাহায্য ছাড়াই ইমেজ প্রিলোড করা যাবে।
what to do?