২১

Re: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

আশিকুর_নূর লিখেছেন:

বাংলা আমার গর্ব, বাংলা আমার অধীকার, কিন্তু হায় এটা সুধু ২১ ফেব্রুয়ারী বা শুধুই ফেব্রুয়ারী মাসে মনে হয় সবার (কিছু সংক্ষক ছাড়া)।

মনি লিখেছেন:

এতদিন পর আমার প্রফাইল পিকচারটার একটা কামের দিন আইছে।

কৈ কাজে লাগল? লেখাটা তো বাংলা ভাষা নয়।


হিহিহি.... সারাবছর ইয়াং পোলাপান শহিদ মিনারের সামনে বইয়া আকাম কুকাম করে। আর আজকে তাগো ভদ্রতা বাইরা দিয়ে খালি পায়ে ফুল দিয়ে। আসলে ফুল দেয় নাকি ফূল দেয় তা জানিনা। ভালোবাসি অন্তর থেকে, সেটা দেখানোর জন্য না।

সারা বছর প্রফাইল পিকচার রাখচি... তখন কইতে পারেননাই?? আজকে কি জন্য ...একদিনের জন্য সবাই বাঙলাকে ভালোবাসুম..আর বাকি সময় আউট.... !! lol lol lol lol lol

২২

Re: ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

সকল ভাষা শহীদদের প্রতি থাকল বিনম্র শ্রদ্ধা ও লাল সালাম।