Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
প্রজন্ম ফোরাম থেকেও আমরাও মোস্তফা জব্বারের এহেন আস্পর্ধা'র বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রতিবাদ জানাচ্ছি। এবং একই সাথে সবাইকে একযোগে এসব কর্মকান্ডকে প্রতিহত করার জন্য অনুরোধ জানাচ্ছি।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
মানচুমাহারা আপনার এই লেখাটা আমার ব্লগে দিতে চাচ্ছি। অনুমতি আছে?
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
মনে হচ্ছে সে প্যাটেন্ট নয় আলাদিনের চেরাগ পেয়েছে।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
আমার পরিচিত তিনটি গ্রুপে ফরওয়ার্ড করে দিলাম।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
আমি সোজা সাপ্টা একটা কথা বলি-
জব্বার বাংলা নিয়ে ব্যবসা শুরু করেছে। এখানে বিজয়/ইউনিজয় কোনো বিষয় না। আজকে একুশে বা অভ্র আছে বলে সারা বিশ্বের মানুষ বাংলা ব্যবহারে সক্ষম হয়েছে। বাংলাকে বিশ্বায়ন করেছে একুশে, এই কথার কোনো বিকল্প নেই।
অভ্র/একুশে কেউই আমাদের ভাষা নিয়ে ব্যবসা করেনি আর আমি আশা করি তারা কোনোদিন করবেও না। কিন্তু জব্বার চায় পৃথিবীতে যারা বাংলা ব্যবহার করবে, তারা সবাই উনাকে টাকা দেবে।
আমাদের চিন্তু করা উচিৎ যে আমরা কি এটা হতে দেবো? বাংলাকে ইংরেজদের হাত থেকে রক্ষা করেছিলাম আমরা, রক্ষা করেছিলাম পাকিস্তানীদের হাত থেকে। এখন কি সময় আসেনি জব্বারের হাত থেকে বাংলাকে রক্ষা করার? জব্বারের উচিৎ হবে এখনি আমাদের স্বাগতম জানিয়ে সরে যাওয়া, বাংলাদেশের কম্পিউটারে উনি বাংলার ব্যবহার প্রণয়ন করেছেন একথা আমরা যেমন অস্বীকার করিনা, সেরকম উনি এই ফালতু কথা বাদ দিলে আমরা উনার সন্মান সবসময়ই রক্ষা করবো।
তবে ভাষা নিয়ে আমরা ব্যবসা করতে দিতে পারিনা। বিষয়টা কিন্তু ভেবে দেখার।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
ডার্কলর্ড অবশ্যই দেবেন। আমরা চাই এটার প্রতিবাদ হোক।
আপাতত আমাদের প্রযুক্তি ফোরাম থেকে কিবোর্ডটি সরিয়ে রেখেছি কারন যারা এটার পেছনে কাজ করি সবার পরীক্ষা সামনে।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
মূলতঃ অভ্র আসার পর থেকেই বাংলা কম্পিউটিং এর সাথে আমার পরিচয়। এখনও অভ্র ছাড়া বাংলা লিখতে পারি না। বিজয় সম্পর্কে আমার ধারণা শূন্যের কোঠায়। মানচুর পোস্ট থেকেই বিজয় সম্পর্কে অনেক কিছু জানলাম।
জব্বার সাহেবের দাবী আমার কাছে পাগলের প্রলাপ ছাড়া তেমন কিছু মনে হচ্ছে না।
১২ ২৪-১০-২০০৭ ২৩:২৪ সর্বশেষ সম্পাদনা করেছেন মনি (২৪-১০-২০০৭ ২৩:২৫)
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
কিছু তো করতেই হবে। জব্বার সাহেবের এই হুমকির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পেটেন্ট পেয়েছেন বলে নিজেকে বিল গেটস মনে করছেন!!
কবে যে দেশে আসব? কবে যে সাক্ষাত করব? লোকটাকে দেখার খুবই সখ আমার.. খুবই সখ।
প্রজন্ম ফোরামের এডমিনকে বলছি সাবধান। আবার কি হতে না কি হয়ে যায়. পরে জব্বার সাহেবের
মাথার চুল ছিড়বে ওনার প্রোডাক্ট ইউজ করছেন ভেবে।;q
কারো কাছে কি উনার ফোন নাম্বার হবে! থাকলে প্লিজ দিন.. ওনার সাথে কথা বলব।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
ভাই আংকেল কে যে কি বলব তা ভাষয়ায় প্রকাশ করতে পারছি না। আবার কিছু লিখতেও পারছি না। কারণ তাহলে এই পোস্টটি মুছে দিতে পারে এডমিন। তাই চুপচাপ মনে মনে গালি দিই ঐ বুড়ো হাদাটাকে। স্যরি আমার ভাষার জন্য। কেউ কিছু মনে করবেন না। কবে যে হাঁদাটার একটু শিক্ষা হবে। বাংলাদেশ শুধু তার কারণেই ভাষার দিক দিয়ে অনেক পিছিয়ে পড়ল। আর কিছু কিছু মানুষ ওনাকে এমন দাম দেয় যে আমার দেখলে রাগ লাগে। বিশেষ করে সব কম্পিউটার ম্যাগাজিনগুলি তার জন্য বিশেষ জায়গা রাখে। ইত্যাদি ইত্যাদি। ওনাকে বাংলাদেশ থেকে বিতারিত করা উচিত।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
আমি একটু অন্য কথা বলতে চাই। সেটা হচ্ছে আমাদের আসলে এসব কিবোর্ড সফটওয়্যার থেকে বেরিয়ে আসা উচিত। ওএসে ইন্টিগ্রেটেড কিবোর্ড ব্যবহার করাটাই সবচেয়ে ভালো পদ্ধতি। আসকি যুগে আমাদের বর্ণমালার জন্য কোন জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে এসব কিবোর্ড হ্যাকার ব্যবহার করতে হয়েছে। কিন্তু এখন তো ইউনিকোডের যুগ, আমাদের বর্ণমালার নিজস্ব জায়গা হয়েছে ক্যারেক্টার টেবিলে। তাহলে কী দরকার কিবোর্ড হ্যাকার ব্যবহারের?
আর লেআউটের কথা বলতে গেলে, বিজয়ের চাইতে ফোনেটিক ব্যবহার করাটাই সুবিধাজনক হচ্ছে। প্রফেশন্যালরা অবশ্যই বিজয় পছন্দ করেন, তবে জব্বার সাহেবের এহেন আচরণে তারাও এটা বর্জন করতে পারেন।
তবে এখানে একটা পজিটিভ ব্যাপার হল যে, সফটওয়্যার পেটেন্ট যে কতটা অযৌক্তিক, হাস্যকর ও ভয়ঙ্কর জিনিষ তা বেরিয়ে এল। সফটওয়্যার কপিরাইট করা যায়, কিন্তু পেটেন্ট করা সম্পূর্ণ অযৌক্তিক।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
স্বপ্নচারী ভাই, ফনেটিক লেয়াউটের যে কোনটি নিয়ে যদি বাজারে কিবোর্ড বের হয় মানে এখন যেমন কিবোর্ড বিজয় এর লেয়াউট এর বাংলা অক্ষরগউলো লেখা থাকে সেই রকম করে ফনেটিক লেয়াউট এর যে কোনটি যদি বাজারে বের হয় তো বিজয় ১ বছরের ভেতর উঠে যাবে বলে আমার বিশ্বাস। বিডিওএসএন, অমিক্রনল্যাব কিংবা একুশে সাইট থেকে যদি এই ধরনের উদ্যোগ নেওয়া হয় তাহলে এটা বাস্তবায়ন করা খুব সহজ হবে। আশা করি এই ধরনের পদক্ষেপ দ্রুত নেওয়া হবে। আমি ব্যক্তিগত ভাবে বিডিওএসএন এর মুনির হাসান স্যারের সাথে কথা বলেছিলাম সম্প্রতি মোস্তফা জব্বারের বিষয়টা নিয়ে তখন উনি এই রকম উদ্যোগ নেওয়ার দরকার বা নেওয়া হতে পারে। আর কিবোর্ড প্যাটেন্ট করা খুবই অন্যায়। সফটওয়্যার এর কপিরাইট হতে পারে কিন্তু কিবোর্ড প্যাটেন্ট কেন হবে।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
মান্চু,
তোমরা বুয়েট থেকে তো কত কিছু কর, কত চমৎকার চমৎকার কাজ বেরিয়েছে স্টুডেন্টদের হাত দিয়ে। তোমরাই কী-বোর্ড বের কর না কেন ?
আমি অবশ্য প্রভাত লে আউট ব্যবহার করি, তবু বের করলে অন্তত একজন ক্রেতার নিশ্চয়তা দিলাম।
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
১৯ ২৫-১০-২০০৭ ১২:৪৩ সর্বশেষ সম্পাদনা করেছেন TRIVUz (২৫-১০-২০০৭ ১২:৪৯)
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
Re: ইউনিজয়, মোস্তফা জব্বারের হুমকি ও আমাদের নিন্দা
ভাল, ওনার এই আচারন এর কারনে আমরা বিজয় থেকে বেরিয়ে আসতে পারবো। ওনাকে ধ্যনবাদ।