টপিকঃ কিডনী বিশেষজ্ঞের খোঁজ
ভালো কোন কিডনী বিশেষজ্ঞের খোঁজ দিতে পারেন কেউ।
কিডনী বিশেষজ্ঞের অপর নাম নেফ্রলজিস্ট।
আমার এক আত্নীয়ার মনে হচ্ছে কিডনীতে সমস্যা। গুগলে রিসার্চ করে তাই মনে হল। কিন্তু ডক্টর তাকে কিডনীর চিকিৎসা দিচ্ছে না। তার পরিবারও ওসব কথা গায়ে মাখছে না। অথচ তার ব্যাথা দিন দিন বেড়েই চলছে। যেহেতু বর্তমান ডাক্তার এসব উপেক্ষা করছে তাই একজন ভাল ডাক্তার দেখানো দরকার যে অন্তত রোগীর কথাকে গুরুত্ব দিবে এবং সঠিক চিকিৎসা নিবে।
ব্লগ: shiplu.mokadd.im
মুখে তুলে কেউ খাইয়ে দেবে না। নিজের হাতেই সেটা করতে হবে।