টপিকঃ প্যারাসিটামলে অ্যাজমা ঝুঁকিস
প্যারাসিটামলের মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে। এ ওষুধ সেবন করলে শিশুর অ্যাজমা আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে। বিজ্ঞানীরা বলছেন, যেসব শিশু প্যারাসিটামল খায় তারা পরবর্তীতে অ্যাজমায় (শ্বাসকষ্ট) আক্রান্ত হয়। খবর ডেইলি মেইলের। 'ক্লিনিক্যাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল এলার্জি' নামক জার্নালে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, ১৫ মাসের কম বয়সী যেসব শিশু প্যারাসিটামল সেবন করে তারা ছয় বছর বয়সেই অ্যাজমার লক্ষণ ধারণ করে। যারা প্যারাসিটামল খায় না তাদের তুলনায় প্যারাসিটামল সেবকরা দ্বিগুণ অ্যাজমার ঝুঁকিতে থাকে।
১৫০০ শিশুর ওপর গবেষণা করে এ তথ্য জানান ওতাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জুলিয়ান ক্রেন। তিনি বলেন, আমরা জানি না এটি কেন হয়। এ ব্যাপারে আমাদের আরও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। তিনি বাবা-মাকে শিশুদের জ্বর নিয়ন্ত্রণে প্যারাসিটামলের বিকল্প খোঁজার পরামর্শ দেন। এদিকে যুক্তরাজ্যের আরেক গবেষক ড. ইলেইন ভিকারস বলেন, বাচ্চাদের প্যারাসিটামল খাওয়ার কারণে অ্যাজমা আশঙ্কা বেড়ে যায় বলে গবেষণায় বলা হয়েছে। তবে এ সিদ্ধান্তটি এখনো প্রতিষ্ঠিত হয়নি।
সুত্রঃhttp://www.bd-pratidin.com/?view=details&archiev=yes&arch_date=07-01-2011&type=gold&data=International&pub_no=251&cat_id=2&menu_id=31&news_type_id=1&index=0
কোনটা সত্য কে জানে ।