টপিকঃ স্পট মার্কেটের শেয়ার
আজকে যদি কোনো শেয়ার বিক্রি করি তবে তার টাকা কবে আমার একাউন্টে আসবে। অর্থাৎ ঐ টাকায় আবার কবে শেয়ার কেনা যাবে? স্পট মার্কেটে থাকা একটি কোম্পানীর শেয়ার কিনতে আমার এক পরিচিত আজ সব শেয়ার বিক্রি করে দিয়েছে। ব্রোকার থেকে বলছে ক্যাশ টাকা না থাকলে স্পট মার্কেটের শেয়ার কেনা যাবে না। তাই জানতে যাচ্ছি। আর স্পট মার্কেটের শেয়ার বিক্রয়ের ক্ষেত্রে কোনপ্রকার ঝক্কি-ঝামেলা হবে নাকি নরমাল শেয়ারের মত ফোন করে বিক্রয় করতে পারবে?
আর একটা প্রশ্ন হলঃ স্পট মার্কেটে থাকা কোনো শেয়ারের রেকর্ড ডেট যদি ২৫ তারিখ হয় তবে ঐ শেয়ারের বোনাস পেতে চাইলে সর্বশেষ কবে কিনলে বোনাস পাওয়া যাবে?
ধন্যবাদ